For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ক্রমেই সাইক্লোন-নগরীতে পরিণত হচ্ছে! জলবায়ু পরিবর্তনে অশনি সংকেত গবেষণায়

কলকাতা ক্রমেই সাইক্লোন-নগরীতে পরিণত হচ্ছে! জলবায়ু পরিবর্তনে অশনি সংকেত গবেষণায়

Google Oneindia Bengali News

তিলোত্তমা কলকাতা হয়ে উঠতে পারে সাইক্লোন নগরী। সম্প্রতি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি রিপোর্টে এমনই অশনি সংকেত মিলেছে। কলকাতা সাইক্লোনিক রাজধানী হয়ে উঠতে পারে। এই রিপোর্টকে রাষ্ট্রপুঞ্জের এক প্রথম সারির আধিকারিক কোড রেড বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ এই রিপোর্ট কলকাতার জন্য লাল সতর্কতা।

‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’-এর রিপোর্ট

‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’-এর রিপোর্ট

'ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'-এর তরফে একটি চার হাজার পাতার রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে কার্বনের লাগামছাড়া নিঃসরণ কমাতে না পারলে বিশ্বজুড়ি প্রাকৃতিক বিপর্যয় বেলাগাম বাড়তে থাকবে। তার জেরে এই শতাব্দীর শেষের দিকে পৃথিবীর গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

কলকাতাকে সাইক্লোনের রাজধানী আখ্যা আবহবিদদের

কলকাতাকে সাইক্লোনের রাজধানী আখ্যা আবহবিদদের

পৃথিবীর এই তামপাত্রা বৃদ্ধির কারণে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। তার জেরে সমুদ্রের জলস্তর বাড়তে থাকবে। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাও বেড়ে যাওয়ার কারণে সাইক্লোনের মাত্রাও বাড়তে থাকবে। এর ফলে ক্রমেই প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা হবে। কলকাতা ও শহরতলির জেলাগুলি ঘূর্ণিঝড়-প্রবণ হয়ে উঠবে। তার জেরে কলকাতাকে সাইক্লোনের রাজধানী আখ্যা দিতে কসুর করছেন না আবহবিদরা।

কলকাতার জন্য অশনি সংকেত বয়ে এনেছে গবেষণা

কলকাতার জন্য অশনি সংকেত বয়ে এনেছে গবেষণা

আবহবিদদের ব্যাখ্যায়, যেমন ভারতের রাজধানী শহর দিল্লি হয়ে উঠেছে গরমের রাজধানী এবং মুম্বই হয়ে উঠেছে বৃষ্টির রাজধানী, তেমনই কলকাতা হয়ে উঠতে পারে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের রাজধানী। তেমনই ব্যাখ্যা উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের আধিকারিক থেকে শুরু করে আবহবিদদেদর আলোচনায়। সাম্প্রতিক গবেষণা কলকাতার জন্য অশনি সংকেত বয়ে এনেছে বলে মনে করা হচ্ছে।

শতাব্দীর শেষে প্রায় ৫ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা

শতাব্দীর শেষে প্রায় ৫ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা

'ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'-এর গবেষণালব্ধ ফল নিয়ে দেশে তথা বাংলার কোনও হেলদোল নেই। রাজনৈতিক মহলে এর কোনও সাড়া পড়েনি। বাংলার রাজধানী শহরের তাপমাত্রা যে হু-হু করে বেড়ে যাচ্ছে, সে ব্যাপারটি কাউকে ভাবাচ্ছেও না। শতাব্দীর শেষে অন্তত ৪.৫ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা। তাহলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৯.৬ ডিগ্রি।

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণও

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণও

আর বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, আসানসোল প্রভৃতি শহরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াল অতিক্রম করে যেতে পারে। কলকাতায় যে তাপমাত্রা বাড়ে তা অধিকাংশই দূষণ থেকে। গাড়ির ধোঁয়া বা নির্মাণ বা উৎপাদন থেকে দূষণ ছড়ায় কলকাতায়। এর ফলে যেমন তাপমাত্রা বাড়বে, তেমনই একদিনে ৫৫ শতাংশ বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

কলকাতা সংলগ্ন সমুদ্র উপকূলে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়

কলকাতা সংলগ্ন সমুদ্র উপকূলে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়

কলকাতার দূষণের জন্য সমুদ্রের জলস্তর সুন্দরবন এলাকায় বাড়তে পারে প্রায় ৬০ সেন্টিমিটার। ২০১৯ থেকেই কলকাতা সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ২০১৯ থেকে ২০২১-এর মদ্যে বুলবুল, আম্ফান, ইয়াস একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এই প্রবণতা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করা হচ্ছে রিপোর্ট মোতাবেক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kolkata will be cyclone city due to climate change according to inter-governmental panel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X