লুকোচুরি শেষে কলকাতায় কবে পড়বে শীত, কী বলছে হাওয়া অফিস
ডিসেম্বর কাটিয়ে জানুয়ারি পড়তে চলল। এখনও সেভাবে কলকাতায় জাঁকিয়ে শীতের দেখা নেই। দুই একদিন হালকা আমেজে শহরবাসীকে মাতিয়ে মাঝেমধ্যেই শীত লুকোচুরি খেলছে। জাঁকিয়ে শীত পড়া যাকে বলে, সেটা অনুভব করার সৌভাগ্য এখনও শহরবাসীর হয়নি।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের মধ্যে তা বেড়ে চলে গিয়েছে ১৫ ডিগ্রির আশেপাশে। অর্থাৎ আজ বৃহস্পতিবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই রাজ্যে।
তাহলে কবে দিন কয়েক পরপর শীতের আমেজে গা সেঁকবে কলকাতা? হাওয়া অফিস বলছে, আপাতত কয়েকদিনের মধ্যে সেই সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে খুব বেশ তাপমাত্রার পারদ নামবে না। ১৪-১৫ ডিগ্রির মধ্যেই তা ঘোরাফেরা করবে।
যার ফলে শহরে দিনের বেলা তাপমাত্রা বেশ চড়া থাকছে। শীতকালে যতটা মনোরম হওয়ার কথা, ততটা থাকছে না। বরং বেশিক্ষণ রোদে থাকলে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতার পার্শ্ববর্তী জেলা সহ দূরের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলায় শীত পড়েছে প্রত্যাশামতোই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজে গা ভাসিয়েছে আম জনতা। এবার শহর তিলোত্তমায় বছরের শুরু থেকেই শীতের আমেজ থাকলে নতুন বছর সানন্দে উপভোগ করতে পারবে শহরবাসী।