করোনা আবহের বড়দিনেও আঁটোসাঁটো নিরাপত্তা কলকাতায়
করোনা পরিস্থিতি সত্ত্বেও রাত পোহালেই শুক্রবার সকাল থেকে বড়দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী। পার্কস্ট্রিট হয়ে উঠবে আলো ঝলমলে। সেই কারণে করোনা আবহ থাকা সত্ত্বেও শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চান লালবাজারের পুলিশকর্তারা। তাই অন্যান্য বারের মতো এবারেও পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।


পার্কস্ট্রিট থেকে শুরু করে মল্লিকবাজার পর্যন্ত রাস্তায় পুলিশি ব্যবস্থা পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি স্তরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি। তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার। থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। শুধু মাত্র পার্ক স্ট্রিটের জন্য খোলা হচ্ছে অস্থায়ী কন্ট্রোল রুম। সেখান থেকে নজরদারি চালানো হবে পার্কস্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চলের ভিড়ের উপর। শুধুমাত্র পার্কস্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত থাকছে পুলিশের পাঁচটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে নজরদারি চালাবে পুলিশ।
বড়দিনের বিকেল চারটে থেকে পার্কস্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। বড় দিনের জন্য শহরে মোট ৫ হাজার পুলিশ কর্মী নিরাপত্তার জন্য রাস্তায় নামবেন। আজ রাত ন'টা থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করবে পুলিশ। শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে চলবে তল্লাশি। মেট্রো স্টেশন গুলিতে পুলিশি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের পাশাপাশি শহরের অন্যান্য চার্চ গুলিতেও থাকছে কড়া পুলিশি ব্যবস্থা।
দিল্লির জল বোর্ডের অফিস ভাঙচুর করল উন্মত্ত জনতা, বিজেপির দিকে অভিযোগ আপের