For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশ পাচ্ছে আরও চার নতুন থানা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশ
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: আরও চারটি নতুন থানা পাচ্ছে কলকাতা পুলিশ। সোমবার এই মর্মে সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। সরশুনা, পঞ্চসায়র, আনন্দপুর ও নেতাজিনগরে এই থানাগুলি তৈরি হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, যে থানা এলাকাগুলি ভেঙে নতুন থানা তৈরি হবে, সেইগুলি হল ঠাকুরপুকুর, পূর্ব যাদবপুর, তিলজলা এবং পাটুলি। ঠাকুরপুকুর থানা ভেঙে তৈরি হবে সরশুনা থানা। পূর্ব যাদবপুর থানা ভেঙে তৈরি হবে পঞ্চসায়র থানা। তিলজলা থানা ভেঙে তৈরি হবে আনন্দপুর থানা এবং পাটুলি থানা ভেঙে তৈরি হবে নেতাজিনগর থানা।

এখানেই শেষ নয়। ভবিষ্যতে কলকাতা পুলিশ আরও চারটি নতুন থানা পাবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেহালা থানাকে ভেঙে তৈরি করা হবে বেহালা দক্ষিণ থানা। হরিদেবপুর থানা ভেঙে তৈরি হবে বড়িশা থানা। কসবা থানা ভেঙে তৈরি হবে রাজডাঙ্গা থানা। আর যাদবপুর থানা ভেঙে তৈরি হবে গল্ফ গ্রিন থানা। তবে এই পরিকল্পনা হয়তো চলতি বছরে কার্যকর করা সম্ভব হবে না অর্থের অভাবে।

চারটি নতুন থানা তৈরির ক্ষেত্রে লাগবে অতিরিক্ত পুলিশকর্মী। আপাতত কলকাতা পুলিশের রিজার্ভ থেকে এই কর্মীদের নেওয়া হবে। পরে আলাদাভাবে লোক নিয়োগ করা হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মারফত। রাজ্য সরকারের আশা, পুজোর অনেক আগেই চারটি নতুন থানা পুরোদমে কাজ শুরু করে দেবে।

English summary
Kolkata to get four new police stations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X