ফের বাড়ল পারদ! জাঁকিয়ে শীত কবে, উঠছে প্রশ্ন
ফের বাড়ল তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা একধাক্কায় বেড়ে যায় প্রায় ২ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন
তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবারের থেকে বৃহস্পতিবার দার্জিলিং-এর তাপমাত্রা
কমেছে। রয়েছে ৪ ডিগ্রিতে। তবে বাকি জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি।

ফের বাড়ল পারদ
বৃহস্পতিবার ফের বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। একটানা তাপমাত্রা কমার বদলে, একবার তাপমাত্রা বাড়ছে এবং একবার তাপমাত্রা কমছে। আগামী দুদিন এই পরিস্থিতি
বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ১২, ১৪ কিংবা ১৫ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

দক্ষিণবঙ্গের বাকি অংশের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বুধবারের থেকে একটু বেশিই।