জাঁকিয়ে শীত বড়দিনে! ৮ বছরে শীতলতম কলকাতা
ফের কমল তাপমাত্রা। মঙ্গলবার বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনে আটবছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০১০-এ বড়দিনে তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রির নিচে। গতবছর ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ফের নামল পারদ
বড়দিনে চুটিয়ে শীত উপভোগ করছে কলকাতা থেকে জেলা সর্বত্র। এদিন কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও তাপমাত্রা হ্রাস পেয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৩
কোচবিহার ১০.১
জলপাইগুড়ি ১০.৬
বালুরঘাট ১৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৮ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৩
বাঁকুড়া ১০.১
শ্রীনিকেতন ৮.৭
বর্ধমান ১২.৬
পানাগড় ৮.২
কলাইকুন্ডা ৮.৫
মেদিনীপুর ১১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১১.৮
কৃষ্ণনগর ১০.৪
ব্যারাকপুর ১১.১
দিঘা ১০.৭
হলদিয়া ১২.৫
ক্যানিং ১১.৬
ডায়মন্ডহারবার ১২.৫
দমদম ১৩.৬
(ফাইল ছবি সৌজন্য: পিটিআই)