For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ল্যাট পরীক্ষার প্রথম ৫০ জনে কলকাতার ছাত্র, আর কারা ভাল ফল করলেন

'কমন ল' অ্যাডমিশন টেস্ট'-এ কলকাতার ছাত্রদের ফলাফল।

Google Oneindia Bengali News

ক্ল্যাট পরীক্ষার প্রথম দশজনের মধ্যে এবার নেই কলকাতা বা পশ্চিমবঙ্গের কেউ। তবে এই কঠিন পরীক্ষায় একেবারে নিরাশাজনক নয় কলকাতার ফল। ৪৩তম স্থান পেয়ে প্রথম পঞ্চাশেই রয়েছেন সুযশ শর্মা নামে শহরের এক ছাত্র। এছাড়া ১২৮ তম স্থান পেয়েছেন কল্যানীর ইশান মজুমদার। স্নাতকোত্তর স্তরেও ৩৫ তম স্থান পেলেন আরেক জন।

ক্ল্যাট পরীক্ষার প্রথম ৫০ জনে কলকাতার ছাত্র

রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সুযশ শর্মা এনইউজেএস-এ পড়তে চান। তাঁর যা রেজাল্ট, তাতে তিনি স্বচ্ছন্দে দেশের যে কোন ল'স্কুলে যে কোনও কম্বিনেশন নিয়ে ভর্তি হতে পারবেন। কিন্তু এ শহর ছাড়ায় সায় নেই তাঁর। তাঁর বাবার অ্যাড এজেন্সি আছে। কিন্তু তিনি সেখানে যোগ না দিয়ে আইন নিয়ে পড়ার রাস্তাই বেছে নিয়েছেন। ফল হাতে পাওয়ার পরই তিনি এনইউজেএস-এ ভর্তি নিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছেন।

গত বছর ৯৩.৭৫ নম্বর নিয়ে সুযশ সিবিএসই পরীক্ষা পাশ করেছিলেন। গত একবছর তিনি একটি প্রাইভেট ল' ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এতেই তার ক্ল্যাট এর প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন এই কৃতী ছাত্র। তবে এর সঙ্গে ক্ল্যাট পরীক্ষার জন্য তিনি আলাদা করে কোচিং-ও নিয়েছেন। তাতেই এই সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিনি ভাল ফল করতে পেরেছেন।

ক্ল্যাট পরীক্ষার প্রথম ৫০ জনে কলকাতার ছাত্র

এক বছর ধরে কোচিং নিয়েছিলেন ইশান মজুমদারও। সুযশের মতোই তিনিও এর বছর আগেই কল্যানী সেন্ট্রাল মডেল স্কুল থেকে তিনি সিবিএসই পরীক্ষায় পাশ করেন। সেই পরীক্ষা ততটা ভল হয়নি, ৭৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। তারপর থেকে আর কোথাও ভর্তি না হয়ে ক্ল্যাট-এ পাশ করাকেই ধ্যান-জ্ঞান করেছিলেন ইশান। এবারে তার ফল মিলেছে।

ক্ল্যাট পরীক্ষার প্রথম ৫০ জনে কলকাতার ছাত্র

তবে এ শহর গর্ব করতে পারে ভেঙ্কটেশকে নিয়েও। তিনি অবশ্য পুরোপুরি এশহর বা রাজ্যের নন, আদতে তিনি বিহারের পাটনার বাসিন্দা। এনইউজেএস-এ পড়াশোনার সূত্রে এখন কলকাতায় থাকেন। তিনিও ক্ল্যাটের স্নাতকোত্তর স্তরে প্রথম ৫০ জনের মধ্যে আছেন, মেধাতালিকায় তাঁর স্থান ৩৫তম। তিনি জানিয়েছেন অনেক সরকারি আয়ত্বাধীন সংস্থাই নিয়োগের সময় ক্ল্যাটের নম্বরকে গুরুত্ব দেয়। তাই তিনি এই পরীক্ষায় বসেছিলেন।

২০১৮ সালের ক্ল্যাট পরীক্ষার আয়োজন করেছিল কোচির ন্যাশনাল ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড লিগাল স্টাডিজ। পরীক্ষায় কিছু প্রযুক্তিগত ত্রুটি থেকে গিয়েছিল বলে অভিযোগ করেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। এর জন্য তারা ফলাফল ঘোষণা পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। বুধবার সুপ্রিম কোর্ট সেই আবেদন অগ্রাহ্য করে নির্ধারিত দিনেই ফল ঘোষণার সিদ্ধান্ত জানায়। সেই মতো বৃহস্পতিবার প্রকাশ করা হয় ক্যাট ২০১৮-র ফল। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড লিগাল স্টাডিজ-কে প্রযুক্তিগত ত্রুটির তদন্ত করে ৬ জুনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এবছরের পরীক্ষার স্নাতক স্তরে প্রথম হয়েছেন রাজস্থানের জয়পুরের আমন গর্গ, এবং স্নাতকোত্তরে প্রথম ওই রাজ্যেরই যোধপুরের আয়ুষ সিঙ্ঘল।

English summary
Result of Kolkata students in 2018 Common Law Admission Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X