For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থীতেই দ্বার খুলে গেল দুর্বারের দুর্গাপুজো মণ্ডপের, উদ্বোধন করলেন শশী পাঁজা

আজ চতুর্থীতে উদ্বোধন হল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজোর। সূচনা করলেন রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এবছরে ৬ ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজো।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

আজ চতুর্থীতে উদ্বোধন হল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজোর। সূচনা করলেন রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এবছরে ৬ ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজো।

চতুর্থীতেই দ্বার খুলে গেল দুর্বারের দুর্গাপুজো মণ্ডপের

কখনও আইনি জটিলতা, আবার কখনও বা প্রশাসনের হুমকি। তবে সব বাধা পেরিয়ে আজ তারা সফল এবং আগামিদিনে তাদের সমস্ত শক্তি দিয়ে মা দুর্গার আরাধনা করবেন বলে জানান যৌনকর্মীরা।

এবারের পুজো ওদের কাছে একটু আলাদা। অনেক লড়াইয়ের পর, এবারই প্রথম, এই পুজো নিয়ে কোনও চোখ রাঙানি নেই। ২০১৩ সাল থেকে কখনও আইনি জটিলতা কখনও বা সরকারের সঙ্গে বোঝাপড়ার অভাব, এইসবকে পিছনে ফেলে দিয়ে এবছর সোনাগাছিতে পূজো হতে চলেছে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে। কলকাতা হাইকোর্টের রায়ের পর ২০১৮ সালে যে দুর্গাপুজো হবে সোনাগাছিতে, সেই পুজো সম্পূর্ণভাবে পরিচালনা করবেন মহিলারাই।

চতুর্থীতেই দ্বার খুলে গেল দুর্বারের দুর্গাপুজো মণ্ডপের, উদ্বোধন করলেন শশী পাঁজা

গোটা সোনাগাছি জুড়ে তাই এখন সাজো সাজো রব। পুজোর পুরোহিত যেমন থাকবেন একজন মহিলা, ঠিক তেমনই ঢাক বাজাবেন আর একদল মহিলা ঢাকি। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, সকলকে একত্রিত করে এবারের দুর্গাপুজো সম্পন্ন করা হবে।
বাজেটে হয়তো কলকাতার বড় পুজোর সঙ্গে পাল্লা দিতে পারবে না, কিন্তু ধুনুচি নাচ থেকে শুরু করে একেবারে সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কোনও ত্রুটি রাখছেন না ওঁরা।

English summary
Kolkata's Sonagachhi Durbar Mahila samiti Puja inauguration completed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X