For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় আঁকা 'নকশী' আলপনা, চোখের আরামে সমাজসেবীর নতুন চমক

সমাজসেবী সঙ্ঘের পুজোয় নতুন নমুনার প্রকাশ। এবার আলপনা উঠে এল কলকাতার রাস্তায়।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

পিচ বাঁধানো রাস্তায় একটু আলাদা রকমের অনুভূতি। সূর্যের আলো পড়ে কালো পিচে চোখ ধাঁধিয়ে যায়। সেরকম নয়, কিন্তু এ এক আলাদা রকমের বিষয়। রাস্তা জুড়ে লম্বা আলপনা।

[আরও পড়ুন:দেবীপক্ষের শুরুতে সানি লিওনের জন্য কাউন্ট ডাউন, কিন্তু কেন ম্লান হল মহালয়া ][আরও পড়ুন:দেবীপক্ষের শুরুতে সানি লিওনের জন্য কাউন্ট ডাউন, কিন্তু কেন ম্লান হল মহালয়া ]

সমাজসেবীর অভিনব ভাবনা

সমাজসেবীর অভিনব ভাবনা

পুজোর সঙ্গে আলপনার এক নিবিড় যোগ। বিভিন্ন সময়েই পুজোতে রাস্তা জুড়ে আলপনা দেওয়া হলেও এবার সমাজসেবী সঙ্ঘের পুজো যে অভিনব ভাবনার জন্ম দিল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শিল্পীদের তুলির টান

শিল্পীদের তুলির টান

সাদার্ন অ্যাভিনিউয়ের পশ এলাকায় হঠাৎই একেবারে মায়ের হাতের ছোঁওয়া। বাঙলার ইতিহাসের সঙ্গে আলপনার যোগসূত্র লম্বা। মায়েরা যেরকম উঠোন নিকোনোর পর আলপনা দিয়ে শ্রী বাড়িয়ে দিতেন। ঠিক তেমনিই কলকাতার লেকভিউ রোডে এক নিমেষে বদলে গেল।

কলকাতার বুকে সবচেয়ে লম্বা আলপনা

কলকাতার বুকে সবচেয়ে লম্বা আলপনা

দেড় কিলোমিটারেরও বেশি লম্বা রাস্তায় দেওয়া হল আলপনা। কলকাতায় এখনও অবধি এত লম্বা আলপনা আগে কখনও দেওয়া হয়নি।

শিল্পীর সংখ্যাও অসংখ্য

শিল্পীর সংখ্যাও অসংখ্য

তিনশোরও বেশি শিল্পীর হাতের ছোঁওয়ায় প্রাণ পেল এই আলপনা। কোথাও ফুল পাতা, কোথাও প্রজাপতি, কোথাও আবার নকশি উপস্থাপনা।

উদ্যোক্তাদের দাবি

উদ্যোক্তাদের দাবি

শহরের চারদিকে এত দৃশ্য দূষণ, এত নোংরা তার থেকে মানুষকে একটু মুক্তি দেওয়ার জন্য এই অভিনব ভাবনার সাহায্য নেওয়া। আসলে জনসচেতনতা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

English summary
Kolkata's road is decorated with longest'alpana'in Samajsebi sangha's pujo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X