For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রকোপে স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোন কমল কলকাতায়!

করোনা প্রকোপে স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোন কমল কলকাতায়!

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কে যখন তটস্থ গোটা রাজ্য তথা দেশবাসী। আতঙ্কিত পুলিশ প্রশাসন, ডাক্তার স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী থেকে সাধারণ মানুষ। দিনে দিনে বাড়ছে রাজ্যের কনটেইনমেন্ট জোনের সংখ্যা, সেই সময় কিছুটা হলেও স্বস্তির খবর এলো কলকাতা পুরসভার বেশ কিছু এলাকায়। রাজ্যে নতুন করে জারি হওয়া লকডাউন এর মধ্যে পুরসভা এলাকায় কমলো কনটেইনমেন্ট জনসংখ্যা।

করোনা প্রকোপে স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোন কমল কলকাতায়!

এমনই স্বস্তির খবর এলো মধ্য কলকাতায়। কনটেইনমেন্ট জনসংখ্যা ২৮ থেকে কমে এল ২৪-এ। কলকাতা পুরসভার সব থেকে বেশি সংক্রমণ ও কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল মধ্য কলকাতার আট নম্বর বরোতে। এরপরই রয়েছে তিন নম্বর বরো। কলকাতা পুরসভার ১, ২, ৫, ১০, ১১, ১৩, ১৪ নম্বর বরোতে কোন কনটেইনমেন্ট জোন নেই।

কলকাতা পৌরসভার ৪ নম্বর বরোতেও আগামী দিন কনটেইনমেন্ট জনসংখ্যা কমবে বলে আশাবাদী স্বাস্থ্য দপ্তরের কর্তারা।

কলকাতা ছাড়াও, রাজ্যে হটস্পট বা রেড জোন হিসাবে আরও যে দুটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ তা হ'ল হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা। হাওড়ার কনটেইনমেন্ট জোনের সংখ্যা আগের ৫৬ টি থেকে বেড়ে এখন ৭৪ টি হয়েছে; উত্তর ২৪ পরগনাতে এখন কনটেইনমেন্ট জোন বেড়ে ৮১ থেকে বেড়ে ৮৮ তে পৌঁছে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে কলকাতায় যদি কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমতে থাকে তা কিছুটা হলেও স্বস্তির খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

করোনার মধ্যে হাওড়ায় প্রথম জন্মাল হারলেকুইন ইকথাওসিস নামক বিরল রোগের শিশুকরোনার মধ্যে হাওড়ায় প্রথম জন্মাল হারলেকুইন ইকথাওসিস নামক বিরল রোগের শিশু

English summary
Kolkata's containment zone numbers reduced amid coronavirus rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X