For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাধের কিনারা করতে এই নয়া পরিকল্পনা কলকাতা পুলিশের

আজকাল অনেকক্ষেত্রেই দেখা যায় অপরাধমূলক ঘটনার তদন্তের কিনারা করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর তাই এবার শহরের বিভিন্ন প্রান্ত নজরবন্দি করতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

Google Oneindia Bengali News

কলকাতা, ১১ জানুয়ারি : আজকাল অনেকক্ষেত্রেই দেখা যায় অপরাধমূলক ঘটনার তদন্তের কিনারা করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর তাই এবার শহরের বিভিন্ন প্রান্ত নজরবন্দি করতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

মঙ্গলবার, কলকাতা পুলিশ এবং এফআইসিসিআই মহিলা সংস্থার যৌথ আলোচনা অনুষ্ঠানে উচ্চপদস্থ পুলিশকর্তাদের তরফে জানানো হয়, আগামী ২ বছরের মধ্যে শহরের বিভিন্ন বড় ও গুরুত্বপূর্ণ রাস্ত, মোড় এমনকি গলিগুলিতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

kolkata, cctv, kolkata police, police, crime, investigation, কলকাতা,সিসিটিভি, কলকাতা পুলিশ, পুলিশ, অপরাধ, তদন্ত

ডিসি (ওয়্যারলেস) জয়িতা বসু বলেন, "আমাদের পরিকল্পনা রয়েছে আগামী ২-৩ বছরের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও গলিতে প্রতি ২০০-৩০০ মিটার অন্তর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। শহরের রাস্তায় অপরাধ ও দুর্ঘটনাগুলি ক্যামেরাবন্দি করাই হল মূল উদ্দ্যেশ্য।"

লালবাজার সূত্রের তরফে জানা গিয়েছে, শহরের আধুনিকীকরণ পরিকল্পনারই একটি অংশ এটি।। ৫০টি নতুন ড্রোন এবং ৫০০টি নতুন সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে শহরে। এর পাশাপাশি বেশ কিছু স্পিড গান এবং ক্যামেকা কিনতে চলেছে কলকাতা পুলিশ যার সাহায্যে রাতেও নাম্বারপ্লেট শনাক্ত করা যাবে।

এই মূহূর্তে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুলিশের কাছে ১২০০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। কলকাতা পুলিশ এই সংখ্যাটাকে দ্বিগুন করতে চাইছে। পুলিশের দাবি, রেড রোড দুর্ঘটনা হোক বা ডালহৌসি থেকে ১২ বছরের বালকের অপহরণ, বিভিন্ন ক্ষেত্রে তদন্তে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

English summary
Kolkata roads to get CCTVs in every 200m
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X