For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় স্বাগত নরেন্দ্র মোদী, কোমর কষছে বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
কলকাতা, ২৮ জানুয়ারি: আগামী ৫ ফেব্রুয়ারি ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভাকে ভরপুর করে তুলতে কোমর কষে ময়দানে নেমে পড়ল রাজ্য বিজেপি। বিপুল উদ্যমে যেমন প্রচার চলছে, তেমনই অভিনব কায়দায় মানুষকে টানতে চেষ্টা করছে তারা।

যেমন, সোমবার ধর্মতলায় সংগঠিত করা হয় একটি অস্থায়ী বাজার। 'অটলজির দামে কিনুন, মোদীকে জিতিয়ে আনুন', এই স্লোগানকে সামনে রেখে রাস্তা জুড়ে চলে বিকিকিনি। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিনহা গোটা বিষয়টি তদারকি করেন।

ব্যাপারটা কী? বিজেপি নেতাদের ব্যাখ্যা, অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ সস্তায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারতেন। চাল, ডাল, তেল, নুন, কাঁচা সবজি ইত্যাদির দাম ছিল নিয়ন্ত্রণে। অথচ ইউপিএ সরকারের আমলে সব কিছুর দাম লাগামছাড়া হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে সুদিন ফিরে আসবে বলে দাবি রাজ্য বিজেপি-র। তাই ধর্মতলায় চাল, ডাল, কাঁচা সবজি বিক্রি করা হয় অল্প দামে। সাড়া পড়েছে ভালো। পথচলতি মানুষ অল্প দামে শাকসবজি কিনতে পেরে বেজায় খুশি।

এর আগে ২৫ জানুয়ারি কলকাতা ও সংলগ্ন তিনটি জেলায় নরেন্দ্র মোদীর সমর্থনে প্রচার চালায় বিজেপি। দলের আশা, ৫ ফেব্রুয়ারির জনসভায় ভিড় উপচে পড়বে। অটলবিহারী বাজপেয়ীর ক্যারিশমায় ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গ থেকে দু'টি আসন পেয়েছিল বিজেপি। দমদম ও কৃষ্ণনগর। রাজ্য বিজেপি-র দাবি, নরেন্দ্র মোদীর ক্যারিশমাতেও বাংলা থেকে লোকসভা ভোটে কিছু আসন পাবে তারা। আপাতত নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পুরোদমে তৈরি রাজ্য বিজেপি।

English summary
Kolkata ready to welcome Narendra Modi on February 5
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X