For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য মমতার ব্রিগেডের সমাবেশ! ৫ মঞ্চে কড়া নজরে নিরাপত্তা

১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের সমাবেশে হাজির থাকবেন সারা দেশ থেকে আসা নেতানেত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের সমাবেশে হাজির থাকবেন সারা দেশ থেকে আসা নেতানেত্রীরা। যাঁদের মধ্যে অনেকেই জেড, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার অন্তর্ভুক্ত। ফলে বিশেষ ব্যবস্থা রাখা হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেখানে ৫ টি মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি মঞ্চের জন্য থাকছে আলাদা গেট। নেতাদের জন্য থাকছে ভিন্ন ধরনের আইডেন্টিটি কার্ডের বন্দোবস্ত। যাঁর যেখানে কার্ড থাকবে, তা দেখিয়ে ঢুকতে হবে। এর কোনও বদল হবে না।

ব্রিগেডের সমাবেশে ৫টি মঞ্চ

ব্রিগেডের সমাবেশে ৫টি মঞ্চ

১৯-এ ব্রিগেডের সমাবেস উপলক্ষে তৈরি করা হচ্ছে ৫ টি মঞ্চ। প্রধান অর্থাৎ একেবারে মাঝের অর্থাৎ মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভিন রাজ্য থেকে আসা অন্য দলের নেতানেত্রীরা। মূল মঞ্চের দু-পাশে দুটি করে ছোট মঞ্চ থাকবে। একটি মঞ্চ থাকবে তৃণমূলের সাংসদ-বিধায়কদের জন্য। অপর একটি মঞ্চ রাখা হচ্ছে রাজ্যের মন্ত্রীদের জন্য। একটি মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাকি থাকা অপর মঞ্চে রাখা হচ্ছে জেলা থেকে আগত ব্লকস্তরের নেতাদের জন্য। প্রত্যেকটি মঞ্চের জন্য থাকছে আলাদা গেট। নেতাদের জন্য থাকছে ভিন্ন ধরনের আইডেন্টিটি কার্ডের বন্দোবস্ত।

 তৈরি হচ্ছে ভিভিআইপি রাস্তা

তৈরি হচ্ছে ভিভিআইপি রাস্তা

১৯-এর সমাবেশে ভিভিআইপিদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা একটি রাস্তা। যা রাখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য রাজ্য থেকে আসা অতিথি রাজনৈতিক নেতাদের জন্য।

১৬ জানুয়ারি নবান্নে নিরাপত্তা বৈঠক

১৬ জানুয়ারি নবান্নে নিরাপত্তা বৈঠক

ব্রিগেড সমাবেশের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ১৬ জানুয়ারি নবান্নে একটি বৈঠক হবে। সেখানে অতিথি রাজনৈতিক নেতানেত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।

থাকবে ১০ হাজার স্বেচ্ছাসেবক

থাকবে ১০ হাজার স্বেচ্ছাসেবক

ব্রিগেডের সমাবেশের দিকে লক্ষ্য করে দলের তরফে ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। সমাবেশে শৃঙ্খলা নিয়ে পুলিশকে সাহায্য করা ছাড়াও, জেলা থেকে আগত নেতা-কর্মীদের দেখভালের দায়িত্বও তাঁদের হাতেই থাকবে বলে জানা গিয়েছে।

English summary
Kolkata Poliece and TMC is making strict Security for the Brigade on 19th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X