For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা নিরাপত্তায় রাস্তায় বাইক নিয়ে টহল দেবে কলকাতা পুলিশের 'শি স্কোয়াড'

রাস্তাঘাটে মহিলা নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার।

  • |
Google Oneindia Bengali News

রাস্তাঘাটে মহিলা নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে পুরুষ পুলিশকর্মীর পাশাপাশি মহিলা পুলিশকর্মীরাও কলকাতা শহরের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াবে। মহিলাদের রাস্তাঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

মহিলা নিরাপত্তায় রাস্তায় বাইক নিয়ে টহল দেবে কলকাতা পুলিশের শি স্কোয়াড

[আরও পড়ুন:'সৌভাগ্য' আসছে বাংলার বুকে! পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক উদ্যোগ মমতার][আরও পড়ুন:'সৌভাগ্য' আসছে বাংলার বুকে! পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক উদ্যোগ মমতার]

লালবাজার সূত্রে খবর, মোট ২৫টি মোটরবাইকে শহর জুড়ে রাস্তায় টহল দেবে প্রমিলা পুলিশবাহিনী। মূলত মহিলাদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে মহিলারা বিপদে পড়ার সম্ভাবনা বেশি এমন জায়গায় এই পুলিশ পুলিশ কর্মীরা বাইক নিয়ে ঘুরবেন।

রাতের শহরে, অন্ধকার তথা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় মহিলারা যাতে কোনওরকম বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতে তৎপর থাকবে বাহিনী। লালবাজার ও বিভিন্ন থানা থেকে দুই-তিনটি করে মোটরবাইক নিয়ে দল বেঁধে রাস্তায় টহলদারি চলবে।

কয়েকদিন আগে কলকাতা পুলিশে মোট ৯৬৯ জনের রিক্রুটমেন্ট হয়েছে। এদের মধ্যে ৯১জন মহিলা পুলিশ রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাইক চালানোয় পারদর্শী। এদের মধ্যে থেকে বেছে নিয়েই প্রমিলা বাইক বাহিনীর স্কোয়াড তৈরি হবে। রাস্তায় কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা ব্যাখ্যা করা হবে। সেইমতো প্রশিক্ষণ দিয়ে প্রমিলা পুলিশবাহিনীকে তৈরি করা হবে।

English summary
Kolkata police all women squad to roam around city in bikes to ensure woman safety
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X