For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মধ্যেই কলকাতা পুলিশের প্রচারে এলেন লিওনেল মেসি! দেখুন

বিশ্বকাপের ভরা বাজারে কলকাতা পুলিশের প্রচার ছবিতে উঠে এলেন লিওনেল মেসি।

Google Oneindia Bengali News

নাইজেরিয়ার বিরুদ্ধে একটু হলেই ডানা মেলেছেন তিনি। তারপর থেকে কলকাতা তথা বাংলা কাঁপছে মেসি উন্মাদনায়। পাড়ায় পাড়ায় আলোচনা তাঁর তিন ছোঁয়ার গোল নিয়ে। বাদ গেল না কলকাতা পুলিশও। তাদের সাম্প্রতিকতম প্রচার অভিযানে উঠে এল সেই গোল। সঙ্গে স্লোগান, 'স্পিড লিমিট মানতে হয়, সবাই তো আর মেসি নয়'।

কলকাতা পুলিশের প্রচারে লিওনেল মেসি!

বিশ্বকাপের ভরা বাজারে কলকাতা পুলিশের প্রচার ছবিতে উঠে আসছে বিশ্বকাপের নানা আলোচিত মুহূর্ত। যেমন গত ২৬ জুন ছিল মাদক বিরোধী দিবস। সেদিন তাদের প্রচার ছবিতে ছিল ২৫ তারিখের বিশ্বকাপ ফুটবলের একটি আত্মঘাতি গোল বা সোমসাইড গোল। ওই ছবির সঙ্গে একটি মাদক নেওয়ার সাদাকালো ছবি দিয়ে লেখা হয়েছিল, 'সেমসাইড গোল ভুলেও নয়'।

তবে বিশ্বকাপকে প্রচারের কাজে লাগাতে গিয়ে কখনও কখনও ভারসাম্যও হারিয়েছে তারা। মেসির আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস-এর ঘটনা নিয়েও তারা এ ধরণের প্রচার চালিয়েছিল। ওই ছবিতে বলা হয়েছিল 'আমরা আপনাকে কখনও পেনাল্টি মিস করতে দেব না'। পেনাল্টি বলতে তারা আইন ভাঙলে যে জরিমানা দিতে হয় সেই জরিমানার কথা বুঝিয়েছিল।

কিন্তু মেসির মতো বিশ্বখ্যাত ফুটবলারের পেনাল্টি মিসের ছবি নিয়ে একটি সরকারি দপ্তরের রসিকতা করা নিয়ে বিতর্ক তৈরি হয়। কলকাতা তথা বাংলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। কলকাতা পুলিশের ওই প্রচার ছবিতে আর্জেন্টিনার সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগে।

সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার পরেও পুলিশের তরফে কোনও ক্ষমা প্রার্থনা বা দুঃখপ্রকাশ করা হয়নি। সাম্প্রতিকতম ছবিটি প্রকাশের পর অবশ্য আর্জেন্টিনার সমর্থকরা খুশি। তারা বলছেন এভাবে কলকাতা পুলিশ পাপস্খালন করল।

English summary
In the wake of World Cup Kolkata Police uses Lionel Messi for their campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X