For Quick Alerts
For Daily Alerts
ড্রাগ পাচারের নয়া পদ্ধতিতে মিলল না 'ছাড়'! কলকাতায় বাজেয়াপ্ত ৫০ লক্ষের কোকেন
ড্রাগ পাচারের বড় চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ। শনিবার রাতেই বাজেয়াপ্ত হয় লক্ষাধিক টাকা মূল্যের ড্রাগ। বালার (চুড়ি) মধ্যে ঢুকিয়ে নিষিদ্ধ ড্রাগ হংকংয়ে পাচার করা হচ্ছিল। পাচারকারীদের সেই ছক বানচাল করে দেন নারকোটিক্স সেকশনের অফিসাররা।

শনিবার রাত ১১:৫০ নাগাদ অভিযান চালিয়ে ৬০ টি চুড়ি সহ এক দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। প্রায় ৫০ লক্ষ টাকার বেশি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে ওই ড্রাগ কুরিয়ারে হংকংয়ে পাচার করার পরিকল্পনা
ছিল তাদের।