For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারীসুরক্ষায় অ্যাপ চালু করছে কলকাতা পুলিশ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ ডিসেম্বর: দিল্লি, মুম্বইয়ে আগেই হয়েছে। এ বার নারীসুরক্ষায় একটি অ্যাপ চালু করছে কলকাতা পুলিশ। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ নিখরচায় ডাউনলোড করা যাবে। পুলিশের আশা, এর ফলে সঠিক সময়ে খবর পেয়ে অপরাধ রোখা সম্ভব হবে।

কেমন হচ্ছে এই ব্যবস্থা? পুলিশ সূত্রে খবর, কিশোরী থেকে শুরু করে মাঝবয়সী মহিলা, সবাই এখন স্মার্টফোনে সড়সড়। তাই 'আইওয়াচ পুলিশ' নামে ওই অ্যাপটি সহজেই তাঁরা ডাউনলোড করতে পারবেন। এ জন্য গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। সেখান থেকে তা ডাউনলোড করা যাবে বিনামূল্যে।

ককক

এর পর ওই অ্যাপে নিজের পরিচিত আটজনের নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তা হলে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ হয়ে যাবে। বিপদের সময় অ্যাপে থাকা অ্যালার্টে আঙুল ছোঁয়ালেই ফোন থেকে বিপদবার্তা চলে যাবে লালবাজারে। একই বার্তা পাবেন অ্যাপে থাকা আটজন। পাশাপাশি, স্বয়ংক্রিয় ফোনের ক্যামেরা ৩০ সেকেন্ডে চালু হয়ে যাবে। অডিও-সহ একটি ভিডিও ক্লিপিং পৌঁছে যাবে পুলিশের কাছে। পুলিশ সরাসরি দেখতে পারবে, কী ঘটনা ঘটছে এবং কোথায় ঘটছে? সেই মতো, স্থানীয় থানা বা টহলদারি ভ্যানকে নির্দেশ দেবে লালবাজার কন্ট্রোল রুম।

কলকাতা পুলিশ মানছে যে, দিন বদলেছে। এখন গাড়িতে করে ঘুরে ঘুরে গলিঘুঁজিতে নজর রাখার দিন শেষ। তাই শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বসেছে সিসিটিভি। প্রযুক্তির হাত ধরে মহানগরীতে এ বার মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন লালবাজারের কর্তারা।

English summary
Kolkata Police to launch special app related to women's security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X