For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই, অনিবার্য হাজতবাস

কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই। হাজতবাস এবার অনিবার্য। এবার থেকে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই জেলা যেতে হবে বাইক আরোহী বা অন্যান্য গাড়ি চালককে।

Google Oneindia Bengali News

কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই। হাজতবাস এবার অনিবার্য। এবার থেকে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই জেলা যেতে হবে বাইক আরোহী বা অন্যান্য গাড়ি চালককে। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই বেপরোয়া বাইক ও গাড়ি রুখতে কঠোর হয়েছে কলকাতা পুলিশ। আইন ভাঙলেই বিপদের খাঁড়া ঝুলছে। চালকরা তাই সাবধান!

সাবধান! কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই, অনিবার্য হাজতবাস

কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চিহ্নিত করতে আগেই বিশেষ ক্যামেরা লাগানো হয়েছিল। বিশেষ ক্যামেরায় উঠে যাওয়া ছবি দেখেই বাড়িতে পাঠানো হত অভিযোগপত্র। তারপর জরিমানা। কিন্তু এই শাস্তিতে মালুম নেই বেপরোয়া চালকদের। তারা বারবার জরিমানা দিয়ে ছাড় পেয়ে যান।

তাই বিকল্প চিন্তা-ভাবনা শুরু করে কলকাতা পুলিশ। জরিমানা দিয়ে ছাড় পাওয়া রুখতে এবার বদ্ধপরিকর তারা। এবার নির্দিষ্ট গতিসীমার থেকে জোরে গাড়ি চালালে বেপরোয়া গাড়ি চালানোর ধারা দেবে কলকাতা পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা অনুসারে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছ-মাসের জেল হতে পারে।

শুধু জেলই নয়, তিন মাসের জন্য বাতিল হয়ে যাবে লাইসেন্স। ইতিমধ্যে বিভিন্ন ক্যামেরায় মোট ৪২ জনকে চিহ্নিত করা হয়েছে বেপরোয়া গাড়ি চালানো অভিযুক্ত হিসেবে। নজর রাখা হয়েছে ১০০টি গাড়ির উপর। বারবার গতিসীমা লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে। শহরজুড়ে লাগানো স্পিড ট্র্যাপ দেকে আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। তাই এবার গাড়ি ছোটান বুঝে সুঝে। জানবেন সবসময় আপনি নজরদারির আওতায় রয়েছেন।

English summary
Kolkata Police takes strong action if driver violates speed limit. Car driver or biker is punished in section of IPC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X