For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাইয়ের সমাবেশ! রাস্তা সচল রাখার চেষ্টায় কলকাতা পুলিশ

২১ জুলাই। তৃণমূলের ক্যালেন্ডারে এই দিনটিতে সব থেকে বড় জনসমাগম হয় কলকাতায়। আর এবছরে তার ২৫ বছর পূর্তি। ফলে ভিড় অন্যবারের থেকে যে বেশি হবে তা ধরেই নেওয়া যায়।

  • |
Google Oneindia Bengali News

২১ জুলাই। তৃণমূলের ক্যালেন্ডারে এই দিনটিতে সব থেকে বড় জনসমাগম হয় কলকাতায়। আর এবছরে তার ২৫ বছর পূর্তি। ফলে ভিড় অন্যবারের থেকে যে বেশি হবে তা ধরেই নেওয়া যায়। সেদিকে লক্ষ্য রেখেই শহরে যানচলাচলের ব্যবস্থা রাখতে চেষ্টা করছে কলকাতা পুলিশ। কোনও কোনও মহলের আশঙ্কা সকাল ১০ থেকে শুরু হয়ে যেতে পারে যানজট।

২১ জুলাইয়ের সমাবেশ! রাস্তা সচল রাখার চেষ্টায় কলকাতা পুলিশ

সূত্রের খবর অনুযায়ী, দুটি বড় মিছিল হবে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন থেকে। এছাড়াও উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে একাধিক মিছিল ঢুকবে ধর্মতলার অভিমুখে। জায়গাগুলির মধ্যে রয়েছে শ্যামবাজার, হেস্টিংস, হাজরা, গিরিশপার্ক।

কলকাতা পুলিশের ব্যবস্থা

  • কলকাতা পুলিশের তরফে সভাস্থলের পিছনেই আলাদা করে একটি পোস্ট তৈরি করা হচ্ছে এদিনের জন্য।
  • যে রাস্তাগুলিতে সচরাচর গাড়ি চলে না, সেই রাস্তাগুলিকে ২১ জুলাই ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
  • ভোর ৪ টে থাকে রাত ৮ টা পর্যন্ত কলকাতা ও শহরতলিতে কোন ভারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ক্রসিং, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড-এ কোনও রকমের গাড়ি পার্ক করা যাবে না। । এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী পরিবহণের গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়ার বন্দোবস্ত রাখা হচ্ছে।
  • লঞ্চ ও সরকারি বাস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

ওপরের রাস্তায় যানজট হতে পারে এই আশঙ্কায় পাতালে ভিড় বাড়বে। সেটা ধরে নিয়ে স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে মেট্রোরেলের তরফে।

English summary
Kolkata Police takes several steps to avoid traffic jam on 21st July in Kolkata Roads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X