For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! সামলে রাখুন সাধের সাইকেল, চুরি সামাল দিতে শহরে হিমসিম খাচ্ছে পুলিস

সাবধান! সামলে রাখুন সাধের সাইকেল, চুরি সামাল দিতে শহরে হিমসিম খাচ্ছে পুলিস

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে সাইকেলই এখন একমাত্র ভরসা অফিস যাত্রীদের। শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্তে সাইকেলের ভিড় বেড়েছে। দ্বিগুণ হারে বেড়েছে সাইকেলের চাহিদা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইকেল চুরিও। শহরের থানাগুলিতে সাইকেল চুরির রেকর্ড অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে।

চুরি সামাল দিতে শহরে হিমসিম খাচ্ছে পুলিস

করোনা পরিস্থিতিতে লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গণপরিবহণ ব্যবস্থা। লকডাউন উঠলেও স্বাভাবিক হয়নি বাস-ট্রেন পরিষেবা। এখন তাই চাকুরিজীবী থেকে শ্রমিক, কর্মচারী সকলেরই ভরসা সাইকেল। শহরের রাস্তায় তাই বাস, গাড়ির থেকে সাইকেলের ভিঁড় বেশি। শহরের সাইকেলের দোকান গুলিতেও রেকর্ড হারে বেড়েছে বিক্রি।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইকেল চুরির ঘটনাও। শহরের অধিকাংশ থানাতেই সাইকেল চুরির অভিযোগ জমা পড়তে শুরু করেছে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সাইকেল চুরির অভিযোগ বাড়তে শুরু করেছে। বেহালা, নিউআলিপুর, যাদবপুর, গড়িয়া, মুদিয়ালি, মানিকতলা, সিঁথি, শিয়ালদহ সহ একাধিক থানা এলাকায় সাইকেল চুরির ঘটনা বাড়তে শুরু করেছে।

শুধুমাত্র বেহালা থানাতেই ৮৭টি সাইকেল চুরির অভিযোগ জমা পড়েছে। অধিকাংশ চুরির ঘটনাই ঘটছে রাত্তিরে। পুলিসের অনুমান বর্ষার আবহাওয়ার সুযোগ নিয়ে সাইকেল চুরির চক্র তৈরি হচ্ছে। রাতের কলকাতায় সাইকেল চোর ধরতে তাই টহল দিচ্ছে পুলিস।

English summary
Kolkata police station registered record cycle theft complain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X