For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজর পড়েছে নির্বাচন কমিশনে, ভোটের আগে কোমর কষছে রাজ্যপুলিশ, প্রচার নিয়ে ওসিদের বিশেষ নির্দেশ

নজর পড়েছে নির্বাচন কমিশনে, ভোটের আগে কোমর কষছে রাজ্যপুলিশ, প্রচার নিয়ে ওসিদের বিশেষ নির্দেশ

Google Oneindia Bengali News

বিধানসভা ভোট নিয়ে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। বেশ কয়েক দফায় রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক করেছে। সেখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে তৎপর হয়েছে কমিশন। পুলিশকে তা নিয়ে কড়া বার্তাও দিয়েছে। তারপরেই তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সব থানার ওসিদের রাজনৈতিক দলের প্রচার নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। সব রাজনৈতিক দলের প্রচারে পর্যাপ্ত পুলিশকর্মী থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের আগে কোমর কষছে রাজ্যপুলিশ

এগিয়ে আসছে একুশের ভোট। সুব্রত মুখোপাধ্যায় শনিবারই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সামনর সপ্তাহেই নির্বাতনের দিন ক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। সেই ইঙ্গিত কমিশনও দিয়েছে আগেই। এরই মধ্যে আবার রাজ্যপাল ধনখড় পুলিশের রাজনীতি করণ নিয়ে সরব হয়েছেন। রাজ্যের পুিলশ নিরপক্ষে ভোট করাতে পারবে না বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। বারবার টুইটে সেই অভিযোগ করেছেন তিনি।

তারপরেই এবার রাজনৈতিক দলগুলির প্রচার নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। সব থানার অফিসারদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। লালবাজারেও এই নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন আগেই সতর্ক করে দিয়ে বলেেছ কোনও রকম দুর্নীতিগ্রস্ত অফিসারদের ভোটের ডিউটিতে রাখা হবে না। তাঁদের সরিয়ে দিতে হবে আগে থেকেই। কাজেই বদলির তৎপরতাও এখন শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

English summary
Kolkata Police start more awar ahed of West Bengal assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X