For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইবার ক্রাইম থেকে ট্রাফিক সিগন্যাল, পুষ্পা চালে বার্তা কলকাতা পুলিশের

সাইবার ক্রাইম থেকে ট্রাফিক সিগন্যাল, পুষ্পা চালে বার্তা কলকাতা পুলিশের

Google Oneindia Bengali News

'পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কেয়া? ফায়ার হ্যায় ম্যায়।' যে কাউকে জিজ্ঞাসা করলে এখন বলে দেবে এই কথাগুলো কার। দক্ষিনী ছবি পুষ্পার। পুষ্পা রাজ যেমন হলে চলছে , তা চলছে কলকাতা পুলিশের অন্দরেও। বেশি এদিক ওদিক করলে পুস্পা স্টাইলে দাড়িতে হাত বুলিয়ে পুলিশ হাজির হবে। সাইবার ক্রাইম থেকে শুরু করে সিগন্যাল মেলে চালানো , কোথাও কিছু এদিক ওদিক হলেই পুলিশ হাজির হবে পুষ্পার আগুনে মেজাজে।

 সাইবার ক্রাইম থেকে ট্রাফিক সিগন্যাল, পুষ্পা চালে বার্তা কলকাতা পুলিশের

। বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য পুলিশের তরফেও এই সংলাপ নানা জায়গায় কাজে লাগানো হচ্ছে। অন্য রাজ্যের পুলিশও পুষ্পাকে তাঁদের সচেতনতা মূলক কাজে লাগাচ্ছে। একই পথে হেঁটেছে কলকাতা পুলিশও। সাইবার ক্রাইম বেড়েই চলেছে শহরে। মানুষ সব জেনেও ভুল ফাঁদে পা দিয়েই ফেলে। তা যাতে না হয় তার জন্য মানুষের পাশে রয়েছে কলকাতার পুষ্পা পুলিশ। শুধু একবার জানাতে হবে। অপরাধী পাবে পুষ্পা ধোলাই। সাইবার ক্রাইম প্রসঙ্গে সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে কলকাতা পুলিশ। সেখানেই ব্যবহার করা হয়েছে ছবির সংলাপ।

পোস্টে দেখা যাচ্ছে, ছবির অন্যতম চরিত্র সৃনু ফোন করে পুষ্পাকে বলছে, '২০০০০-কা লটারি জিত গ্যায়া তু, আপনা OTP বাতা।' তার উত্তরে পুষ্পা বলছে, 'পুষ্পা নাম শুনকে FOOL সমঝে ক্যায়া, আভি তেরা নাম্বার CYBER PS কো WhatsApp করেগা ম্যায়।' সঙ্গে হ্যাশট্যাগ হিসাবে দেওয়া হয়েছে #lotteryfraud #scam #BankFraud #cheating #cybercrime #Pushpa। বাংলায় এর অর্থ ছবির চরিত্র স্রীনু পুষ্পা-কে ফোন করে বলছে, 'কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল। উত্তরে পুষ্পা বলছে, 'পুষ্পা শুনে আমায় বোকা ভেবেছো? এখনই তোর নম্বর সাইবার পিএস-কে হোয়াটসঅ্যাপ করছি।'

কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই মিমটি পোস্ট করা হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক ফ্রড বা লটারি ফ্রডের মত হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনও ফোনে ওটিপি চাইলে তা কখনোই প্রকাশ করা উচিত নয়। এর আগেও 'পুষ্পা-দ্য রাইস' ছবির সাফল্যের ওপর ভরসা রেখে কলকাতা পুলিশের পোস্ট করেছে নেটদুনিয়ায়। সিগন্যাল যাতে মেনে চলা হয় তা নিয়ে ছিল ওই পোস্ট। পোস্টে লাল সিগন্যাল ও পুষ্পার গাড়িতে হাত তুলে বসে থাকার ছবি দিয়ে লেখা হয়েছে। সিগন্যাল রেড হ্যায় তো পুষ্পা জায়েগা নেহি অর্থাৎ সিগল্যাল লাল থাকলে পুষ্পা যাবে না।

প্রসঙ্গত, সুকুমারের পরিচালনায়, 'মিথ্রি মুভি মেকার'-দের প্রযোজনায় 'পুষ্পা' ছবির ব্যবসা নজরকাড়া। নির্মাতারা ছবিটি যে ধরনের সাড়া পাচ্ছে তাতে উচ্ছ্বসিত। তাঁরাই এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

English summary
Kolkata police special message for cyber crime and traffic singnal using pushpa film dialogue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X