For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উল শ্যাল ওভারকাম', করোনা আতঙ্ক কাটাতে গান গাইলেন উর্দিধারী পুলিশ কর্তা

'উল শ্যাল ওভারকাম', করোনা আতঙ্ক কাটাতে গান গাইলেন উর্দিধারী পুলিশ কর্তা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

উর্দিধারীর ভিন্ন রূপ। করোনা আতঙ্কের আবহে যখন ঘরের কোণে শিখিয়ে রয়েছে নগরবাসী। তখন নাগরিকদের মনোবল বাড়াতে এক অন্য ভূমিকায় দেখা গেল সাদা পোশাকের কলকাতা পুলিশকে।

উল শ্যাল ওভারকাম, করোনা আতঙ্ক কাটাতে গান গাইলেন উর্দিধারী পুলিশ কর্তা

করোনা ত্রাসে তটস্থ গোটা বিশ্ব তথা দেশ তথা রাজ্য। সেই করোনা আবহের সময় পুলিশের ভূমিকা নিয়ে কোন কথাই হবে না। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন ধরনের মানুষের সেবায় দিবারাত্র নানান ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকর্মীকে। কখনো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে পুলিশকে দেখা গিয়েছে দাতার ভূমিকায়। কখনো বা ফুটপাতবাসী পাশে তাদের দেখা গিয়েছে রক্ষাকর্তা হিসেবে। কখনো বা অবলা রাস্তার কুকুরদের খাবার বিতরণ করতে দেখা গিয়েছে এই পুলিশকর্মীদেরই।

এবার সেই আতঙ্কের আবহেই রাজ্যজুড়ে লকডাউন চলাকালীন কলকাতা শহরের বাসিন্দাদের মনোবল বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
একটি অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এবং তাঁর সহকর্মীরা সাউন্ড বক্স নিয়ে আবাসনের বাইরে পৌঁছন। গাইতে থাকেন, 'উই শ্যাল ওভারকাম।' সেই সঙ্গে তালে তালে হাততালিও দিতে থাকেন তাঁরা। পুলিশকে গাইতে দেখে, আবাসনের ফ্ল্যাট থেকে অনেকে বেরিয়ে আসেন। আবার অনেকে বারান্দায় দাঁড়িয়ে পুলিশকর্মীদের সঙ্গে গান গাইতে শুরু করেন। কলকাতা পুলিশের এই ভূমিকায় অভিভূত বাসিন্দারা।

গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই যে ভিডিও ভাইরাল হয়েছে। এন্টালি থানার পুলিশের গলা ছেড়ে 'উই শ্যাল ওভারকাম' গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এর আগে মাইক হাতে ঘরবন্দি মানুষকে সঙ্গত দিতেও দেখা গিয়েছিল ইতালি-জার্মানি-স্পেনের পুলিশকর্মীদের। পরে অবশ্য হায়দরাবাদ, পুনে, মুম্বই পুলিশের একই ভূমিকায় দেখা যায়। এবার কলকাতা পুলিশের এই ভূমিকায় খুশি কলকাতাবাসী।

English summary
Kolkata police sings a song amid Coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X