For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো খবর রুখতে অভিনব প্রচার কলকাতা পুলিশের, দেখুন ভিডিও

কলকাতা পুলিশ একটি ভিডিও তৈরি করে শেয়ার করেছে। সেখানে ভুয়ো খবর কীভাবে ছড়ায় তা দেখিয়ে সকলকে তা থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আজকের দুনিয়া স্যোশাল মিডিয়ার দুনিয়া। এই ইন্টারনেটের জগত কার্যত মানুষের মনকে নিয়্ন্ত্রণ করছে। অনেক ক্ষেত্রে ভুয়ো খবরে মানুষ আকর্ষিত হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে স্যোশাল মিডিয়া। ভুয়ো খবর স্যোশাল মিডিয়ার মাধ্যমে হাওয়ার চেয়ে দ্রুতবেগে সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। যা আটকাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

ভুয়ো খবর রুখতে অভিনব প্রচার কলকাতা পুলিশের, দেখুন ভিডিও

ফেসবুক সহ বিভিন্ন স্যোশাল মিডিয়া ভুয়ো খবর আটকাতে নানা পদক্ষেপ করেছে। তবে অনেক ক্ষেত্রেই তা আমজনতার পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠে না। যার ফলে অনেকেই ফাঁদে পা দিয়ে ফেলেন। অন্যের পাঠানো ভুয়ো তথ্য না জেনে অন্যকে জানিয়ে ফেলেন। এভাবে সব জায়গায় ভুয়ো বা বিকৃত তথ্য নিমেষে ছড়িয়ে যায়।

বাংলার নানা জায়গায় ভুয়ো বা বিকৃত খবর স্যোশাল মিডিয়ায় ছড়ানোকে কেন্দ্র করে নানা অশান্তি হয়েছে অতীতে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জায়গা তৈরি হয়েছে। রাজ্য প্রশাসন সেই অবস্থা সামাল দিলেও এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ একটি ভিডিও তৈরি করে শেয়ার করেছে। সেখানে ভুয়ো খবর কীভাবে ছড়ায় তা দেখিয়ে সকলকে তা থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে। একনজরে দেখে নিন ভিডিওটি।

English summary
Kolkata Police shares a video on how to tackle 'Fake News' on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X