কলকাতায় ফের জালনোট চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার বিহারের বাসিন্দা
বিহার থেকে কলকাতায় জালনোট ছড়ানোর পর্দা ফাঁস। এসটিএফের হাতে গ্রেফতার বিহারের বাসিন্দা বিনোদ যাদব। জালনোট দিয়ে জিনিস কিনতে গিয়ে বৌবাজার এলাকা থেকে ধরা পড়ে বলে সূত্রের খবর। ধৃতের কাছ থেকে ৫০০ ও ২০০০ টাকার পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ধৃতকে বুধবার আদালতে তোলা হবে।

নির্বাচনের আগে কলকাতায় একের পর এক জালনোট উদ্ধারের ঘটনা। ১৮ মার্চ সোমবার সন্ধেয় মৌলালিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। দিন কয়েক আগেও ছ থেকে নতুন ২ হাজার টাকার ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার
করা হয়। দীপক মণ্ডল নামে এক জালনোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই তাফাজুল হকের খোঁজ পায় এসটিএফ।
[আরও পড়ুন: রাজ্যে নির্বাচনের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক! নিয়োগ নিয়ে বিতর্ক]
এর আগেও কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস হয়েছে। বিডন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে।
[আরও পড়ুন: ১১ ফৌজদারি মামলা! প্রার্থীপদ বাতিলের দাবি তৃণমূলের, পাল্টা দাবি বিজেপির]
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে প্রচার গান! প্রকাশ করল বিজেপি]