ভোটের আগে তল্লাশি! ফের কলকাতায় উদ্ধার জালনোট
আবারও কলকাতায় উদ্ধার জালনোট। সোমবার সন্ধেয় মৌলালিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেফতার করা হয় মালদহের যুবক তাফাজুক হককে। তার কাছ থেকে নতুন ২ হাজার টাকার ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় একজনকে গ্রেফতার করা হয়েছে এন্টালি এলাকা থেকে। ধৃতের নাম তাফাদুল হক। ধৃত মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। দিন কয়েক আগেও দীপক মণ্ডল নামে এক জালনোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই তাফাজুল হকের খোঁজ পায় এসটিএফ।
[আরও পড়ুন: বেঙ্গালুরুতে মোদী মোদী স্লোগানে গ্রেফতার! রাহুলকে আক্রমণ অমিত শাহের]
এসটিএফ আধিকারিকরা জানতে পারেন মালদহের তাফাজুল হক এন্টালি এলাকায় জালনোট পাচার করার জন্য এসেছে। সেখানেই ফাঁদ পাতেন এসটিএফ আধিকারিকরা। তাফাজুলের কাছ থেকে নতুন ২ হাজার টাকার ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়। হেফাজতে নেওয়ার পর এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে এসটিএফ।
[আরও পড়ুন: বসিরহাটে নুসরতের সমর্থনে তৃণমূলের মহা মিছিল, দেখা নেই প্রার্থীর ]
[আরও পড়ুন:স্বরূপনগরে বাড়বে ব্যবধান! আত্মবিশ্বাসী বনগাঁর তৃণমূল প্রার্থী, দেখুন ভিডিও]
এর আগেও কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস হয়েছে। বিডন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে।