For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশের ক্যান্টিনকর্মীর অস্বাভাবিক মৃত্যু, রহস্য উদ্ধারে তদন্ত শুরু

কলকাতা পুলিশের ক্যান্টিনের ভিতরেই অস্বাভাবিক মৃত্যু কর্মীর। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সমীর সিং(৪৭)। মুখে বালিশ চাপা দেওয়ার অবস্থায় দেহটি উদ্ধার করা হয়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশের ক্যান্টিনের ভিতরেই অস্বাভাবিক মৃত্যু কর্মীর। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সমীর সিং(৪৭)। মুখে বালিশ চাপা দেওয়ার অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশের ক্যান্টিনকর্মীর অস্বাভাবিক মৃত্যু, রহস্য উদ্ধারে তদন্ত শুরু

বডিগার্ড লাইন্সে করোনা ধরা পড়ায় সম্প্রতি ওই ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্যান্টিনটি চালাতেন রতন নামে একব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে মৃত সমীর সিং তাঁর দাদা। তিনি বাঁকুড়ার বাসিন্দা। অসুস্থ হওয়ায় তাঁকে বাঁকুড়ার বাড়ি থেকে কলকাতায় এনে রেখেছিলেন রতন। তবে সমীর সিং-এর মুখে কেন বালিশ চাপা দেওয়া, তা নিয়ে ধন্দে লালবাজার।

রতন অবশ্য জানাচ্ছেন, তাঁর দাদার করোনা হয়েছিল। সমীর সিং-এর মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অমিত শাহের চিঠির পরেও হয়নি উন্নতি! পরিযায়ীদের ফেরাতে রাজনীতি মমতার, তথ্য দিয়ে অভিযোগ রেলমন্ত্রীরঅমিত শাহের চিঠির পরেও হয়নি উন্নতি! পরিযায়ীদের ফেরাতে রাজনীতি মমতার, তথ্য দিয়ে অভিযোগ রেলমন্ত্রীর

এর আগে বডিগার্ড লাইন্সে একজনের করোনা ধরা পড়েছে। আর বুধবার কটূ গন্ধ পাওয়ার পরও কেউ প্রাথমিকভাবে ক্যান্টিনে ঢুকতে চাননি বলে জানা গিয়েছে। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি খতিয়ে দেখতে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

English summary
Kolkata Police recover a body of a canteen staff from their body Guard Lines campus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X