For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার 'লেন্সে লড়াই'-এ কলকাতা পুলিশ! জেনে নিন বিস্তারিত

এবার প্রতিযোগিতার মাধ্যমে শহরের ফটোগ্রাফারদের 'সেরা দুর্গাপ্রতিমা' ছবির জন্যে পুরস্কারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে 'লেন্সে লড়াই'।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

এবার প্রতিযোগিতার মাধ্যমে শহরের ফটোগ্রাফারদের 'সেরা দুর্গাপ্রতিমা' ছবির জন্যে পুরস্কারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে 'লেন্সে লড়াই'।
বলা হয়েছে, শুধুমাত্র দুর্গা প্রতিমার ছবি সপ্তমী, অর্থাৎ ১৬ অক্টোবর দুপুর ১২ টা থেকে ১৮ অক্টোবর অর্থাৎ নবমীর রাত ১২ টা পর্যন্ত ছবি পাঠানো যাবে। ই মেল আইডি, ([email protected])।

এবার লেন্সে লড়াই-এ কলকাতা পুলিশ! জেনে নিন বিস্তারিত

তবে সারাদিন একাধিক ফটো তুলে নিজের বিচারে প্রতিদিন একটিই ছবি পাঠাতে পারবেন প্রতিযোগীরা। অর্থাৎ , তিনদিনে ছবি পাঠাতে পারবেন কেবল তিনটি। ছবির সঙ্গে প্রতিযোগীর নাম-ঠিকানা-ফোন নম্বর তো বটেই, দিন-সময়-জায়গা উল্লেখ করতে হবে, যা না থাকলে ছবিটি প্রতিযোগিতায় বিবেচিত হবে না।
কলকাতা শহরের পুজোর প্রতিমার ছবি ছাড়াও পাশের জেলা থেকে ছবিও পাঠানো যাবে।
তবে ছবিতে কোনও গ্রাফিক্স বা অন্য কোনও কারসাজি করতে নিষেধ করা হয়েছে। কারসাজি করা হলে তা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ধরে ফেলবে কলকাতা পুলিশ। প্রত্যক্ষ ছবিই একমাত্র বিবেচ্য হবে পুরস্কারের জন্য।
কলকাতার পুজোর সেরা তিনটি ছবি, প্রথম-দ্বিতীয় -তৃতীয়, যাঁরা পাঠাবেন, তাদের পুরস্কার যথাক্রমে ২৫,০০০, ২০,০০০ এবং ১৫,০০০ টাকা। জেলার ছবিগুলির মধ্যে সেরা ১ টি ছবিকে ২৫,০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।
ছবির গুণাগুণ সাংস্কৃতিক জগতের বিশিষ্টরাই বিচার করবেন।
ফল ঘোষিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। লালবাজারে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেবেন কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার।

English summary
Kolkata Police organises a competition named Lense Larai on Durga Idol from 16th Oct to 18th Oct
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X