For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোডে গ্র্যান্ড-শো, ট্রাফিক সচল রাখতে তৎপর পুলিশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ অক্টোবর : রেড রোডে গ্র্যান্ড-শোয়ের কারণে আজ অবরুদ্ধ হতে পারে কলকাতা। সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক সচল রাখতে শুক্রবার সকাল থেকেই তৎপর পুলিশ। এদিন কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। [বিশ্ববাংলার ব্র্যান্ড হিসেবে কলকাতার পুজো হচ্ছে পর্যটনের ইউএসপি]

স্ট্র্যান্ড রোড এড়িয়ে যান চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত গাড়িই দুপুরের পর থেকে জওহরলাল নেহরু রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে ও এজেসি বোস রোডে ট্রাফিক জ্যাম হবে। বন্ধ রাখা হয়েছে নিউ রোড, রোড রোড, হসপিটাল রোড, ইস্ট-ওয়েস্ট রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ডাফরিন রোড। স্প্ল্যানেড র‍্যাম্প ও কাসুরিনা অ্যাভিনিউও বন্ধ থাকবে। যান নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোডের একাংশে। [ব্রাজিল কার্নিভালের ধাঁচে গ্র্যান্ড-শো রেড রোডে, বিশ্ব-ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা]

রেড রোডে গ্র্যান্ড-শো, ট্রাফিক সচল রাখতে তৎপর পুলিশ

পুলিশ জানিয়েছে রেড রোডে আসতে হবে হাঁটা পথেই। এক্ষেত্রে বাস থেকে নামা যেতে পারে ধর্মতলা বা পার্কস্ট্রিটে। বাকি পথ হেঁটেই পৌঁছতে হবে রেড রোডে। উল্টোদিকে এজেসি বোস রোড থেকেও হাঁটাপথে রেড রোডে পৌঁছতে হবে। শোভাযাত্রার পর আকাশাবাণীর পাশ দিয়ে কিংস রোড হয়ে বাঁজা কদমতলা ঘাটে যাবে ওই প্রতিমাগুলি। তাই এই পথও এড়িয়ে যেতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

স্থির হয়েছে, প্রতিমাগুলি বঙ্গবাসী মাঠে আনতে পথ নির্দেশিকা দেবে সংশ্লিষ্ট থানার ওসি। এছাড়া ট্রাফিক পুলিশও পথ নির্দেশিকা দেবে। আসা-যাওয়ার পথে পুলিশি নজরদারিও থাকবে। থাকছে অ্যাসিস্ট্যান্স বুথও। দেড় হাজার পুলিশ থাকবে নিরাপত্তার দায়িত্বে। নেতৃত্বে থাকবেন ৯ জন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকও।

English summary
Kolkata police is ready to maintain traffic in red road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X