পাসবুক আপডেট করতে দীর্ঘ লাইন! যাদবপুরে এটিএম প্রতারণায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস
সোমবার যাদবপুর এলাকার বিভিন্ন ব্যাঙ্কের এটিএম-এ প্রতারণার খবর ছড়িয়ে পড়তেই এদিন সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কের শাখায় পাসবই আপডেড করতে দীর্ঘ লাইন দেখা যায়। আতঙ্কিত অন্য গ্রাহকরা একবার দেখে নিতে চান, ব্যাঙ্কে গচ্ছিত তাদের টাকা ঠিক আছে কিনা। অন্যদিকে, প্রতারিতদেক আশ্বাস দিয়ে পিএনবি যাদবপুর শাখার ম্যানেজার জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে গ্রাহকদের।

এটিএম প্রতারণার তদন্তে দিল্লিতে কলকাতা পুলিশ
রবিবার ও সোমবার মিলিয়ে যাদবপুর এলাকায় ত্রিশটিরও বেশি এটিএম প্রতারণার অভিযোগ জমা পড়ে থানায়। এরপরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। এথিক্যাল হ্যাকারদের সঙ্গে কথা বলার পাশাপাশি নির্দিষ্ট কিছু এটিএম খতিয়ে দেখেন গোয়েন্দারা। দিল্লির বিভিন্ন এটিএম থেকে টাকা তোলার অভিযোগ ওঠায় কলকাতা পুলিশের একটি বিশেষ দল গিয়েছে সেখানে। দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব এটিএমগুলি গিয়ে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখতে পারেন তারা।

প্রতারণার পিছনে সেই রোমানিয়ার গ্যাং
গতবছরে এটিএম প্রতারণার সময় সামনে এসেছিল রোমানিয়ার গ্যাং-এর কথা। এবারও তাদের মানই সামনে আসছে। ফলে আগেকার সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়েছে।

স্কিমার বসিয়ে ষড়যন্ত্র
যাদবপুর এলাকা থেকে একের পর এক এটিএম প্রতারণার অভিযোাগ উঠেছে। অভিযোগকারী বাসিন্দাদের প্রায় সবাই জানিয়েছিলেন, এলাকার এটিএম থেকেই টাকা তোলার কথা। সেই অনুযায়ী বিভিন্ন এটিএমকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে এই সব এটিএমগুলির মধ্যে অন্তত দুটিতে স্কিমার বসানোর হদিশ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে যেসব এটিএম-এ অ্যান্টি স্কিমার যন্ত্র নেই, সেইসব এটিএমগুলিকেই টার্গেট করেছে ফ্রডস্টাররা।

১৫ দিনে টাকা ফেরতের আশ্বাস
এটিএম প্রতারণায় পুলিশ পুলিশের মতোা তদন্ত করবে। আর ব্যাঙ্ক দেখতে আরও কী করে এটিএম-এর সুরক্ষা ব্যবস্থা উন্নত করা যায়। তবে এর মধ্যেই টাকা ফেরতের আশ্বাস দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যাদবপুর শাখার ম্যানেজার সংবাদ মাধ্যমকে বলেছেন, ১৫ দিনের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
বিতর্কের মাঝেই রাজ্যসভায় এসপিজি সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ