For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে মা ফ্লাইওভারে উদ্দাম নাচ, স্যান্ডি সাহাকে জরিমানা কলকাতা পুলিশের

যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে মা ফ্লাইওভারে উদ্দাম নাচ

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ার অতি পরিচিত মুখ তথা ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহা এবার বিপাকে পড়লেন। তাঁর ফেসবুক পেজের একটি ভিডিওতে দেখা গিয়েছে তিনি কলকাতার ব্যস্ততম মা উড়ালপুলে দাঁড়িয়ে নাচ করছেন। শুধু তাই নয় এই ভিডিওর মাধ্যমে স্যান্ডি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করেন। তবে স্যান্ডি ভাবতে পারেননি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনি নিজেই এই বিপদে পড়বেন।

কেন বেছে নিলেন মা উড়ালপুল

কেন বেছে নিলেন মা উড়ালপুল

ভিডিওতে দেখা গিয়েছে, স্যান্ডি সাহা গাড়ি থেকে নামেন মা উড়ালপুলে। পরনে তাঁর পরিচিত পোশাক হলুদ রঙের নাইটি। এরপর তিনি রোড ডিভাইডারে উঠে জনপ্রিয় বলিউড আইটেম সং '‌দিলওয়ালে কে দিলকা করার লুটনে' গানে নাচ করেন। তবে স্যান্ডি সাহা তাঁর ভিডিও তৈরির জন্য এই গান ও মা উড়ালপুল বেছে নেওযা কোনও কাকতালীয় ঘটনা নয়। স্যান্ডি ইচ্ছা করেই উত্তরপ্রদেশ প্রশাসনের বিতর্কিত বিজ্ঞাপনের বিষয়টিকে তাঁর ভিডিও তৈরির জন্য বেছে নেন।

উত্তরপ্রদেশ প্রশাসনের বিতর্কিত বিজ্ঞাপন

উত্তরপ্রদেশ প্রশাসনের বিতর্কিত বিজ্ঞাপন

সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। যেখানে যোগীরাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা করতে গিয়ে মারাত্মক একটি ভুল হয়। দেখা যায়, উত্তরপ্রদেশের উন্নয়নের ছবি হিসেবে যে ফ্লাইওভারটি দেখানো হচ্ছে, তা আসলে কলকাতার মা উড়ালপুল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করেছে। এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। শুরু হয় রাজনৈতিক তরজা। সেই বিষয়টি নিয়েই একটি ভিডিও তৈরি করেন স্যান্ডি।

স্যান্ডির ভিডিওতে কি রয়েছে

গত ১৩ সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভিডিওটি পোস্ট করেন স্যান্ডি। নাচ-গানের পর স্যান্ডিকে বারবারই বলতে শোনা গিয়েছে যে তিনি কিন্তু কলকাতায় নেই বরং উত্তরপ্রদেশে রয়েছেন এবং উত্তরপ্রদেশ কত উন্নতি করেছে। স্যান্ডির কথায়, '‌তোমরা কী ভাবছ, আমি কলকাতায়? একেবারেই নয়, আমি কিন্তু উত্তরপ্রদেশে। দেখো মুখ্যমন্ত্রী এখানে কত সুন্দর একটা ফ্লাইওভার বানিয়েছেন। উত্তরপ্রদেশের উন্নতি দেখলে কলকাতার মানুষের হিংসা হবে।'‌ গত সোমবার এই ভিডিও পোস্ট হওয়ার পর তা প্রায় ৪০ লক্ষের বেশি জনের কাছে পৌঁছে গিয়েছে। স্যান্ডির এই ভিডিওতে অনেক নেটিজেনই কলকাতা পুলিশকে ট্যাগ করে ট্রাফিক আইন ভাঙার জন্য স্যান্ডির বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছেন।

কলকাতা পুলিশের পদক্ষেপ

কলকাতা পুলিশের পদক্ষেপ

তবে জানা গিয়েছে কলকাতা পুলিশ ইতিমধ্যে স্যান্ডির ব্যবহৃত গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুম মারফৎ সিসিটিভি ফুটেজ ও স্যান্ডি সাহার পোস্ট করা ফেসবুক ভিডিওর মাধ্যমে পুলিশ গাড়ির মালিককে সনাক্ত করতে পেরেছে। পুলিশের নিজস্ব উদ্যোগে স্যান্ডি ও তাঁর সঙ্গে যিনি ভিডিও করছিলেন তাঁকে জরিমানার নোটিশ পাঠানো হয়েছে।

 কি বলছেন স্যান্ডি

কি বলছেন স্যান্ডি

ফেসবুকে প্রায় ১৫ লক্ষের ওপর ফলোয়ার্স সেই স্যান্ডি জানিয়েছেন যে তিনি কোনও ভুল কাজ করেননি। তবে পরে স্যান্ডি স্বীকার করেছেন যে ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানোয় যে নিষেধাজ্ঞা রয়েছে, তা তিনি জানতেন না। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অদ্ভত কার্যকলাপের জন্যই পরিচিত স্যান্ডি। এর আগেও তিনি বহু সময় এ ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন।

ছবি সৌ:ফেসবুক

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kolkata police sent a fine notice to Sandy Saha for dancing in the Maa flyover,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X