For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোমো গেম নিয়ে সতর্কতা প্রশাসনের! কী করবেন, কী করবেন না, ভিডিওতে দেখুন

ব্লু হোয়েলের পর হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মোমো গেম। প্রতিদিনই আসছে নিত্য অভিযোগ। হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে ছোট ছোট কাজ করতে বলা হয়।

  • |
Google Oneindia Bengali News

ব্লু হোয়েলের পর হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মোমো গেম। প্রতিদিনই আসছে নিত্য অভিযোগ। হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে ছোট ছোট কাজ করতে বলা হয়। আপত্তিকর ও বিপদজনক কাজও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বলা হয়। না করতে চাইলে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর ফলে সেই ব্যক্তি অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন।

যে ভাবে টার্গেট

যে ভাবে টার্গেট

এখনও পর্যন্ত যে টুকু জানা গিয়েছে, তাতে সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে মোমো গেম প্রস্তুতকারীর দল। তারা দেখছে কার মন ভাল নেই। মূলত এইসব ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। এছাড়াও লোভনীয় লিঙ্ক কিংবা গেমের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে মোবাইলে স্পাইঅয়্যার ঢুকিয়ে দেওয়া হয়। মোবাইলের যাবতীয় গোপনতথ্য এইভাবে হাতিয়ে নেয় তারা। ফলে কোনও অচেনা লিঙ্ক থেকে সাবধান।

মোমো গেম মোকাবিলায় কিছু উপায়

মোমো গেম মোকাবিলায় কিছু উপায়

  • শিশু-কিশোরদের সতর্ক করতে হবে অভিভাবকদেরই। কেননা সচেতনতার কোনও বিকল্প নেই
  • স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদেও সচেতনতায় জোর দিতে হবে
  • সোশ্যাল মিডিয়ায় মন ভাল খারাপ সংক্রান্ত পোস্ট না করাই ভাল
  • মোবাইলে অচেনা লিঙ্ক থেকে সাবধান, ক্লিক করার আগে বারবার চিন্তু করুন
  • অনলাইন গেমের লিঙ্ক কোনও চ্যাট রুম কিংবা বন্ধুদের থেকে পেলে চা ডাউনলোড করে না খেলাই ভালো
  • ফোনে মোমো গেম ডাউনলোড হয়ে গেলে সতর্কতার উপায়

    ফোনে মোমো গেম ডাউনলোড হয়ে গেলে সতর্কতার উপায়

    • মোমো গেম ফোনে ডাউনলোড হয়ে গেলে, কিংবা লিঙ্ককে ক্লিক করে থাকলে, প্রথমেই ইন্টারনেট সংযোগ অফ করতে হবে
    • নিজের ব্যক্তিগত তথ্য ফোনে মজুত থাকলে তা ব্লু-টুথের মাধ্যমে ফোন থেকে অন্যত্র সরিয়ে রাখতে হবে
    • সোশ্যাল মিডিয়ায় থাকা অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট খোলা যেতে পারে
    • মোমো গেম ডাউনলোড হয়ে যাওয়া ফোন কিংবা মেমোরি কার্ড কোনও ভাল ফোনের দোকানে গিয়ে ফর্মাট করে নিতে হবে
    • কোনও ডিভাইস বা স্পাইঅয়্যার নেই নিশ্চিত হওয়ার পর সেই ফোন ব্যবহার করা উচিত
    • কলকাতা পুলিশের ভিডিও

      মোমো চ্যালেঞ্জ থেকে দূরে থাকুন, সতর্ক করুন বাচ্চাদের। আহ্বান জানিয়েছে কলকাতা পুলিশ।

English summary
Kolkata Police and district police published video on Momo challenge online game
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X