For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভার অনুমতি মিলেছিল আগেই, অমিতের বার্তাকে চ্যালেঞ্জ কলকাতা পুলিশের

কলকাতায় অমিত শাহের সভার অনুমতি আগেই মিলেছিল বিতর্ক উসকে দিল কলকাতা পুলিশ। বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে এই বার্তা দেওয়া হয়।

Google Oneindia Bengali News

কলকাতায় অমিত শাহের সভার অনুমতি আগেই মিলেছিল বিতর্ক উসকে দিল কলকাতা পুলিশ। বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে এই বার্তা দেওয়া হয়। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিবৃতির পর মমতার প্রশাসন পাল্টা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা পুলিশ সাফ জানিয়ে দিয়েছে দিন পরিবর্তনেই জেরেই সমস্যা তৈরি হয়।

বিজেপির সভার অনুমতি মিলেছিল আগেই, অমিতের বার্তাকে চ্যালেঞ্জ কলকাতা পুলিশের

অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, পুলিশ সভার অনুমতি না দিলেও আমি বাংলায় যাব, কলকাতায় সভায় করব। গ্রেফতার করলে করুক। এরপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, অযথা সোশাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অমিত শাহের সভার অনুমতি আগেই দেওয়া হয়েছে।

তবে রানি রাসমণি রোডে নয়, আগামী ১১ আগস্ট বিজেপি সভাপতির সভা হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। কলকাতা পুলিশ এদিন স্পষ্ট করে দিয়েছে বিজেপি সভার অনুমোদনের বিষয়টি। পুলিশ জানিয়েছে, মোট পাঁচটি জায়গার নাম দেওয়া হয়েছিল বিজেপির তরফে। তার মধ্যে প্রথম নামটি ছিল রানি রাসমণি অ্যাভিনিউ, এরপরই দ্বিতীয় স্থানে ছিল মেয়ো রোডের নাম। সেখানেই সভার অনুমোদন করা হয়েছে।

[আরও পড়ুন: ২০১৯-এ বিজেপি রাজনৈতিকভাবে নার্ভাস, রাহুলকে জোটবদ্ধ নেতৃত্বের বার্তা মমতার][আরও পড়ুন: ২০১৯-এ বিজেপি রাজনৈতিকভাবে নার্ভাস, রাহুলকে জোটবদ্ধ নেতৃত্বের বার্তা মমতার]

উল্লেখ্য, অমিত শাহের রাজ্য সফরের দিন আগেই পরিবর্তিত হয়েছিল। ৩ অগাস্টের পরিবর্তে ১১ অগাস্ট তিনি রাজ্যে আসবেন বলে স্থির হয়। ১১ আগস্ট কংগ্রেসের জন্য বরাদ্দ ছিল রানি রাসমণি অ্যাভিনিউ। তাই বিজেপি তা দেওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প স্থানে সভা করার বিষয়টি সামনে আনলে অনুমোদন দেওয়া হয়। এবং বিজেপির সভা নিয়ও সমস্যা মিটল। এখন আর কোনও সমস্যা নেই বিজেপির সর্বভারতীয় সভাপতির কলকাতা সফর নিয়ে।

[আরও পড়ুন:ত্রিপুরায় এনআরসি হলে সবার আগে ফল ভুগবেন বিপ্লব দেব! স্যোশাল মিডিয়ায় শুরু বিদ্রুপ][আরও পড়ুন:ত্রিপুরায় এনআরসি হলে সবার আগে ফল ভুগবেন বিপ্লব দেব! স্যোশাল মিডিয়ায় শুরু বিদ্রুপ]

English summary
Kolkata police challenge to BJP president Amit Shah on twitter. Kolkata police informs that permission of Amit shah’s Rally at Meyo Road was given before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X