For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরিন্দম শীলের 'ধনঞ্জয়' কী সত্যিই নির্দোষ, নীরবতা ভাঙল কলকাতা পুলিশ

ধনঞ্জয় ছবি নিয়ে অবশেষে নীরবতা ভাঙল কলকাতা পুলিশ, ফেসবুক পেজে বোঝানো হল কল্পনা ও বাস্তবের ফারাক ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'ধনঞ্জয়'। অরিন্দম শীলের ছবিকে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাতে চান, তা সবসময়েই প্রশংসিত হয়েছে। তাঁর নতুন ছবির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিন্তু তাঁর এই ছবিই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে লালবাজারের তদন্তকে। স্বাভাবিকভাবেই খুন ও ধর্ষণের অপরাধে ফাঁসি হওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কী কোনও ষড়যন্ত্র হয়েছিল। কলকাতা পুলিশও কী সেই ষড়যন্ত্রে সামিল ছিল, এই সব প্রশ্ন আসছে লালবাজারেও।

অরিন্দম শীলের 'ধনঞ্জয়' কী সত্যিই নির্দোষ, নীরবতা ভাঙল কলকাতা পুলিশ

পরিচালক অরিন্দম শীল অবশ্য ছবির শুরুতেই ডিসক্লেমার দিয়ে জানিয়ে দিয়েছেন, এই ছবি একেবারেই কাল্পনিক। কোনও ঘটনা বা চরিত্রের সঙ্গে মিল পাওয়া গেলে তা নিছকই কাকতালীয়। কিন্তু এই ছবির মূল উদ্দেশ্য যে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা, তা বুঝতে ভুল হয়নি বাংলার দর্শকদের। আর কলকাতা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে দেখে অবশেষে নীরবতা ভাঙল লালবাজার। মঙ্গলবারই কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে ছবি ও মূল ঘটনা সম্পর্কে বলা হয়।

অবশ্য ছবি সম্পর্কে আলাদা করে কিছু না বলে, অরিন্দম শীলের ভাষাতেই কাল্পনিক ব্য়াখ্যা করা হয়েছে। কলকাতা পুলিশের এই ব্যাখ্যার পরও কী থামবে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি নিয়ে বিতর্ক, প্রশ্ন থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: 'ধনঞ্জয়' মামলা নিয়ে ছবিতে চাঞ্চল্যকর কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালক অরিন্দম শীল][আরও পড়ুন: 'ধনঞ্জয়' মামলা নিয়ে ছবিতে চাঞ্চল্যকর কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালক অরিন্দম শীল]

English summary
Kolkata police finally breaks its silence on film dhananjay, though termed as fictional, the film is a real life story.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X