'এই পুজো নয়, অন্য পুজো দেখুন', এই বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 'সবচেয়ে বড়' দুর্গা দর্শন
কলকাতা, ১৯ অক্টোবর : গত কয়েকমাস ধরেই সর্বত্র প্রচার করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করার কথা বলে। দেশপ্রিয় পার্কের পুজো উদ্যোক্তারা যেমন চেয়েছিলেন তেমনই হয়েছিল।
৮৮ ফুট উঁচু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে উপচে পড়েছিল জনস্রোত। আর সেটাতেই বাঁধল বিপত্তি। ভিড়ের চাপ সামলাতে না পেরে আহত হলেন বেশ কয়েকজন মানুষ। পুজোর শুরুতেই মহাপঞ্চমীতেই বিতর্কের মুখে পড়ল দেশপ্রিয় পার্কের পুজো।

এখন যা অবস্থা তাতে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সবচেয়ে বড় দুর্গা দর্শন। পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ জানিয়ে দিয়েছেন, এই পুজো বাদ দিয়ে অন্য পুজো প্রতিমা দর্শন করতে। শুধু তাই নয়, পুলিসে তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে পুজো উদ্যোক্তাদের দিকে।
আর এখানেই উঠছে প্রশ্ন। কেন পুজো কমিটির দিকে উঠছে আঙুল? পুলিশের অভিযোগ, পুজো প্রাঙ্গনে ভিড় সামলানোর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে পুজো কমিটির তরফে উদ্যোক্তারা জানিয়েছেন, পুলিশের কাছে সবরকম সাহায্যের আশ্বাস পাওয়ার পরই এই পুজোর আয়োজন করা হয়েছে। এখানে ভিড় সামলাতে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তাদের কি করার থাকতে পারে।
বাস্তবে ভুল কিছু বলছেন না দেশপ্রিয় পার্কের পুজো উদ্যোক্তারা। আইন-শৃঙ্খলা সামলানোর দায় পুলিশ প্রশাসনের। পুজোর সময়ে যে এখানে বিপুল ভিড় হতে পারে, এই সহজ সত্যটা কেন উপলব্ধি করতে পারল না কলকাতা পুলিশ? কেনই বা যথাযথ নিরাপত্তায় মুড়ে ফেলা হল না গোটা এলাকাকে।
আর শুধু দেশপ্রিয় পার্কই নয়, গোটা শহর জুড়েই সব জায়গায় ট্রাফিক ও ভিড় সামলাতে গিয়ে পুলিশ ব্যর্থতার ছবিই চোখে পড়েছে। তাহলে কি গোটা শহরেই প্রতিমা দর্শন বন্ধ করে দেবে পুলিশ? উঠছে সেই প্রশ্নও।
আর একইসঙ্গে আরও বড় আশঙ্কা ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। আজ মহাষষ্ঠী থেকে শুরু করে পুজোর শেষদিন পর্যন্ত পথে নেমে কি বিপদে পড়তে হবে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে মাটি না হয়, সেই আশা নিয়ে পুলিশ-প্রশাসনের দিকেই এখন চাতকের মতো তাঁকিয়ে আমজনতা।