For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে মাদক 'এক্সট্যাসি'-র খোঁজ! তল্লাশিতে যে ভাবে সফল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী। শোভাবাজার এলাকা থেকে ধরা পড়ে দুজন। তার হল মেহবুব আলম এবং পারভেজ আহমেদ।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে মাদক কলকাতায় আসে ও সেই মাদক কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই সব এলাকার মধ্যে শোভাবাজার কিংবা রাজাবাজারের মতো এলাকাও রয়েছে। সূত্রে মারফত সেই খবর তারা পেয়েছিলেন। এই সব এলাকায় সাদা পোশাকে জাল পেতেছিলেন নার্কোটিকস সেলের গোয়েন্দারা।

শহরে মাদক এক্সট্যাসি-র খোঁজ! তল্লাশিতে যে ভাবে সফল কলকাতা পুলিশ

শোভাবাজার এলাকা থেকে ধরা পড়ে দুজন। তার হল মেহবুব আলম এবং পারভেজ আহমেদ। তল্লাশিতে তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে সাড়ে এগারো গ্রামের মতো সাদা নেশার পাউডার। যার বাজার দর প্রায় দেড় লক্ষ টাকা। এই মাদকের পোশাকি নাম এমডিএমএ অর্থাৎ মিথিলিন ডাইঅক্সি মেথামপেট অ্যামাইন। বাজারে চালু এক্সট্যাসি নামে। দামে চড়া এই ড্রাগের চাহিদা রয়েছে আসক্তদের কাছে। ধৃত দুজনের কাছ থেকে ২৭ হাজার টাকা নগদও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মেহবুব আলম আদতে মুম্বইয়ের বাসিন্দা। কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী। অন্যদিকে, অপর অভিযুক্ত পারভেজ আহমেদের দুটি পানশালা আছে কলকাতায়। দুজনে মিলে পার্টনারশিপে ড্রাগের ব্যবসা চালাত বলে জানিয়ে কলকাতা পুলিশ। মেহবুবের কাজ ছিল মুম্বই থেকে ড্রাগ এনে পারভেজকে দেওয়া। সেই ড্রাগ বিক্রির জন্য পারভেজ তার পানশালার সিঙ্গার ও ড্যান্সারদের ব্যবহার করত।

English summary
Kolkata police arrests two persons from Shovabazar in connection with drug business
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X