For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির শ্যামাপ্রসাদের মূর্তি 'শোধন' কর্মসূচি! তৃণমূল-বিজেপি সংঘর্ষ, দেখুন ভিডিও

বিজেপির শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির শুদ্ধিকরণ অভিযানকে ঘিরে উত্তাল হল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বিজেপি সমর্থকরা কেওড়াতলার দিকে যাওয়ার চেষ্টা করলে রাসবিহারী মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির শুদ্ধিকরণ অভিযানকে ঘিরে উত্তাল হল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বুধবারের ঘোষণা মতো বিজেপি সমর্থকরা কেওড়াতলার দিকে যাওয়ার চেষ্টা করলে রাসবিহারী মোড়ে তাদের আটকে দেওয়া হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি সমর্থককে।

বিজেপির শ্যামাপ্রসাদের মূর্তি 'শোধন' কর্মসূচি! ধুন্ধুমার রাসবিহারীতে, দেখুন ভিডিও

সোমবার ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার জেরে বুধবার কলকাতার কেওড়াতলায় সিআর দাস পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভেঙে তাতে কালি মাখিয়ে দেয় বেশ কয়েকজন নকশালপন্থী ছাত্র-সমর্থক। পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গ্রেফতার করে। পুরসভার তরফ থেকে মূর্তি সারানোর কাজে হাত লাগানো হয়। এরপরেই বিজেপি বৃহস্পতিবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়। জানানো হয়, মূর্তিতে দুধ ঢেলে শোধন করা হবে। সেই কাজে নেতৃত্বে দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির শ্যামাপ্রসাদের মূর্তি 'শোধন' কর্মসূচি! ধুন্ধুমার রাসবিহারীতে, দেখুন ভিডিও

যদিও পুরসভার তরফে চেয়ারম্যান মালা রায় জানিয়ে দিয়েছিলেন, শ্যামাপ্রসাদের মূর্তি পুরসভার। তা নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না।

পরিকল্পনা মতো বৃহস্পতিবার সকাল থেকেই তোড়জোড় শুরু করেন বিজেপির নোত-কর্মীরা। অন্যদিকে গণ্ডগোলের আশঙ্কায় পুলিশের তরফ থেকেও সবরকমের বন্দোবস্ত রাখা হয়। রাসবিহারী-সহ কেওড়াতলাগামী সব রাস্তাতেই পুলিশি নজরদারি ছিল সকাল থেকেই।

অন্যদিকে, কেওড়াতলার আশপাশের রাস্তায় পাহারায় ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানে বিজেপির কেউ পৌঁছলেই তাঁকে তৃণমূলের তরফে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

সকালে রাসবিহারী থেকে কেওড়াতলাগামী বিজেপির মিছিল আটকায় পুলিশ। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দুপুরে লেকমলের সামনে থেকে মিছিলের শুরু করে বিজেপি।

পুলিশি পাহারার মধ্যেই দুপুরে কেওড়াতলার দিকে এগনোর চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়।

English summary
Kolkata Police arrests some BJP workers on their way to Keoratala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X