For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম প্রতারণায় মুম্বই যোগ! কলকাতা পুলিশের জালে আরও ৩

কলকাতায় এটিএম প্রতারণায় মুম্বই যোগ। তদন্তের পর এমনটাই জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। দুই রোমানিয়ান ছাড়াও, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এটিএম প্রতারণায় মুম্বই যোগ। তদন্তের পর এমনটাই জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। দুই রোমানিয়ান ছাড়াও, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। ধৃতদের কাছ থেকে স্কিমার, ল্যাপটপ, ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এটিএম প্রতারণায় মুম্বই যোগ! কলকাতা পুলিশের জালে আরও ৩

গোলপার্ক, মল্লিকবাজারের একাধিক এটিএম-এ স্কিমার ও ক্যামেরা বসিয়ে তথ্য হাতানোর পর প্রতারণা। দিল্লি থেকে দুই রোমানিয়ানকে গ্রেফতারের আগে থেকেই পুলিশের সন্দেহ ছিল স্থানীয় ভাবে কেউ এই প্রতারণার পিছনে রয়েছে। দুই রোমানিয়ানকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তথ্য পাওয়া যায় বলে দাবি কলকাতা পুলিশের। এরপরই তাদের দেওয়া তথ্য অনুযায়ী জাল বিস্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।

এরই মধ্যে রবিবার বিকেলে কসবার এটিএম স্কিমার লাগানোর পরেই তা ধরা পড়ে যাওয়ার ঘটনা। সেখানে পাওয়া সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চেহারা সম্পর্কে আরও তথ্য পায় পুলিশ।
মঙ্গলবার রাতে এলগিন রোডে এটিএম-এ স্কিমার ও ক্যামেরা লাগাতে গিয়ে ধরা পড়ে যায় একজন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের সম্পর্কে নিশ্চিত হন কলকাতা পুলিশের গোয়েন্দারা।

রাতের মধ্যেই বাকি দুজনকে ধরতে তৎপরতা শুরু হয়ে যায়। এই দলের এক সদস্য নিউমার্কেট এলাকায় গিয়ে চুল-দাড়ি কাটে। নাম পরিবর্তন করে অনন্ত চৌহান নাম নিয়ে মুম্বইয়ের বিমানের টিকিটও কাটে সে। যদিও কলকাতা বিমানবন্দরে গিয়েও ধরা পড়ে যায় সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে ওই যুবকের ছয়ফুটের ওপর উচ্চতা তাকে গ্রেফতারে সাহায্য করেছে।

এরপর ধৃতকে নিয়ে সিআইডি রোডে তাদেরই এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে অপর অভিযুক্তকে পাকড়াও করে কলকাতা পুলিশ। অভিযুক্তরা মুম্বইয়ের মীরা রোড ও আশপাশ এলাকার বাসিন্দা। ধৃত ৩ জনের কাছ থেকে স্কিমার, ল্যাপটপ, ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃত মুম্বইয়ের বাসিন্দা সুধীররঞ্জন-সহ বাকিদের বুধবার আদালতে তোলা হয়।

পুলিশের দাবি, ধৃত ৩ জন কসবার এটিএম-এ স্কিমার বসানোর সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও নিউ মার্কেটের একটি এটিএম-এ স্কিমার বসিয়ে ১০০ জনের ওপর গ্রাহকের তথ্যও হাতিয়েছে।

English summary
Kolkata Police arrested three persons in connection with ATM fraud in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X