For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রমজান ২০১৮, কলকাতার সেহরি ও ইফতারের সময়সূচী

কলকাতার রামজান ২০১৮ -এর সেহরি ও ইফতারের সময়সূচী।

Google Oneindia Bengali News

সারা দেশের মতো কলকাতা তথা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষও আজ সন্ধ্যা থেকে আকাশে চোখ রাখবেন। যদি রমজানের চাঁদের দেখা মেলে তবে আজই শেষ হয়ে যাবে হিজরি ক্যালেন্ডারের শাবান মাস। কাল ১৭ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোযা রাখা। নাহলে রোযা রাখা শুরু হবে পরশু ১৮ মে (শুক্রবার) থেকে। সন্ধ্যা ৭ টার পর তা ঘোষণা করবেন নাখোদা মসজিদের ইমাম শফিক কাসমি।

কলকাতার সেহরি ও ইফতারের সময়সূচী

রমজান মাসে রোজা রাখা অর্থাৎ সূর্যোদয় (ফজর) থেকে থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত উপবাসে থাকা ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি। ফজরের আগে একবার খাদ্যগ্রহন (সেহরি) করেন মুসলমানরা। এরপর সেই উপবাস ভঙ্গ হয় মাগরিবের নামাজের পর ইফতার-এর খাদ্যগ্রহনের মধ্য দিয়ে।

কলকাতার সেহরি ও ইফতারের সময়সূচী

কলকাতার সেহরি ও ইফতারের সময়সূচী

সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মঙ্গলবার রাতে রমজানের চাঁদ-এর দেখা পাওয়া যায়নি। তাই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি ঘোষণা করেছে সেখানে রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরেও তাই। অস্ট্রেলিয় মুসলিম কাউন্সিলের ইমামরাও ঘোষণা করেছেন বৃহস্পতিবার থেকে রমজানের শুরু।

English summary
The time table of sehri and iftar of ramzan 2018 for kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X