For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলেই হবে কলকাতা পুরসভার ভোট, সংরক্ষণের চাপে সংকটে মেয়র পারিষদরা

এপ্রিলেই হবে কলকাতা পুরসভার ভোট, সংরক্ষণের চাপে সংকটে মেয়র পারিষদরা

Google Oneindia Bengali News

হাতে আর মাত্র ২টো মাস তারপরেই কলকাতায় পুরসভা ভোট। এপ্রিলেই হতে চলেছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন। আগামী ১৭ জানুয়ারি এই নিয়ে বিজ্ঞপ্ত জারি করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক। মনে করা হচ্ছে ১২ থেকে ১৫ এপ্রিলের মধ্যেই পুরসভা ভোট হবে।

এপ্রিলেই পুরভোট

এপ্রিলেই পুরভোট

পুরসভা ভোটের সঙ্গে সঙ্গে প্রায় ২০২১ সালের বিধানসভা ভোটের দামামা বেেজ যাবে। কারণ এই পুরসভা ভোটই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসিড টেস্ট। যদিও বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পর নতুন করে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি নিজের বিধানসভা কেন্দ্রটি পর্যন্ত দখলে রাখতে পারেননি।

সংরক্ষিত আসন বাড়ছে

সংরক্ষিত আসন বাড়ছে

এদিকে পুরসভা ভোটের খবর হতেই চাপ বাড়ছে মেয়র পারিষদদের উপর কারণ এবারের পুরনির্বাচনে েবশ কয়েকটি আসন সংরক্ষিত করা হয়েছে মহিলা প্রার্থীদের জন্য। যার জেরে কোপ পড়তে পাড়ে পুরনো মেয়র পারিষদদের টিকিটে। কলকাতা পুরসভার ১৪৪িট ওয়ার্ডের মধ্যে সংরক্ষণের আওতায় আনা হয়েছে ৫৬টি ওয়ার্ডকে। তারমধ্যে আবার ৪টি ওয়ার্ড সংরক্ষিত করা হবে তপশিলি জাতির এবং ৩টি ওয়ার্ড সংরক্ষিত করা হবে তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য। আর ৪৫টি ওয়ার্ডে সাধারণ মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এই ৪৫টি ওয়ার্ডেই এখন কাউন্সিল রয়েছেন।

সংরক্ষণের চাপে কাউন্সিলররা

সংরক্ষণের চাপে কাউন্সিলররা

তবে ৫৮ নম্বর (স্বপন সমাদ্দার), ১০৭ নম্বর (সুশান্ত ঘোষ), ৯০ নম্বর বৈশ্বানর চট্টোপাধ্যায়, ৯৩ নম্বর(রতন দে), ৯৬ নম্বর(দেবব্রত মজুমদার) এবং ১৪৩ নম্বর (ইন্দ্রজিৎ ভট্টাচার্য) ওয়ার্ডের মেয়র পারিষদদের টিকিট প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ এগুলি সেই সংরক্ষণের আওতায় চলে আসছে। প্রথম দুটি তপশিলি জাতির এবং পরের গুলি মহিলা প্রার্থীর সংরক্ষণের আওতায় আসছে। যদিও বর্তমান মেয়র পারিষদদের প্রার্থী পদ বাতিল করা হবে না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দিলীপ ঘোষই কি বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি! যাঁদের কথায় সিদ্ধান্ত এখনও ঝুলেদিলীপ ঘোষই কি বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি! যাঁদের কথায় সিদ্ধান্ত এখনও ঝুলে

English summary
Kolkata Municipal election will be held on April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X