For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর হাতে নেই বেশিদিন, পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারল কলকাতা পুরসভা

দুর্গোৎসব যাতে সুষ্ঠু ভাবে পালিত হয় তার জন্যই এবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সেরে নিল কলকাতা পুরসভা।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই উমা আসবেন ঘরে। তাই এখন থেকেই জোর কদমে চলছে তার প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব৷ সেই দুর্গোৎসব যাতে সুষ্ঠু ভাবে পালিত হয় তার জন্যই এবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সেরে নিল কলকাতা পুরসভা।

আর হাতে নেই বেশিদিন, পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারল পুরসভা

শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল বিভাগ, কলকাতা পুলিশ, এবং সিইএসই-র আধিকারিকরা। ছিলেন পুজো কমিটিগুলির কর্তারা। এদিনের বৈঠকে পুজোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জেলা প্রশাসনের সামনে উঠে আসে রাস্তার বেহাল অবস্থার কথাও৷ কারণ পুজোর পাঁচ দিন রাস্তায় যানজটের একটা সমস্যা থেকেই থাকে৷ সেই সঙ্গে বৃষ্টি হলে মণ্ডপে জল জমে যাওয়াও একটা বড় সমস্যা।

এই সব প্রসঙ্গ নিয়েই এদিন আলোচনা চলে প্রশাসন ও পুজো কমিটি সদস্যদের। তবে পুরসভার তরফে জানানো হয় শহরের রাস্তাগুলি ৮০ শতাংশ পিচ হয়ে গিয়েছে। বাকি রাস্তাগুলো পুজোর আগেই হয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয় পুরসভার তরফে। এবং কেএমডিএ, পূর্ত, কলকাতা পুলিশ, কেএমসি, দমকলকে সময় মেনে রাস্তা বা লোডশেডিংয়ের খবর জানাতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ৪২০০ বিদ্যুতের সংযোগের আবেদন জমা পরেছে সিইএসইতে। পুজোর সময় খিদিরপুর, বড়বাজার, মেটিয়াব্রুজ, গড়িয়া, টালিগঞ্জ, গড়িয়াহাট, কাকুরগাছি সহ ৩০টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন বসানো হবে বলেও জানান হয়েছে।
পাশাপাশি পুজো কমিটিগুলিকেও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। সমস্ত পুজো কমিটিগুলিকে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

English summary
Kolkata Municipal Corporation meet Puja organisers on various issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X