For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলল না পুর নির্বাচনের টিকিট, তাহলে কি তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? ফের বাবুলকে খোঁচা অনুপম হাজরার

তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়ার দিন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেছিলেন প্রথম ১১-য় থাকতেই তিনি ঘাসফুল শিবিরে যোগ দিলেন। তারপর থেকে জল্পনা তৈরি হয়েছিল তৃণমূল হয়ত বাবুল সুপ্রিয়কে কলকাতার (KMC) মেয়র করতে পুরনি

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়ার দিন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেছিলেন প্রথম ১১-য় থাকতেই তিনি ঘাসফুল শিবিরে যোগ দিলেন। তারপর থেকে জল্পনা তৈরি হয়েছিল তৃণমূল হয়ত বাবুল সুপ্রিয়কে কলকাতার (KMC) মেয়র করতে পুরনির্বাচনে (kolkata municipal corporation election 2021)প্রার্থী করতে পারে। যদিও শুক্রবারের প্রার্থী তালিকায় তার কোনও ইঙ্গিত ছিল। আর তা নিয়েই শনিবার ফের তৃণমূলের প্রথম ১১-য় বাবুলের থাকা নিয়ে কটাক্ষ করেছেন অনুপম হাজরা (Anupam Hazra)।

তৃণমূলের প্রার্থী তালিকায় নেই বাবুলের নাম

তৃণমূলের প্রার্থী তালিকায় নেই বাবুলের নাম

শুক্রবার পার্ছ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে সম্ভাব্য মেয়র হিসেবে বর্তমান পুর প্রশাসন ফিরহাদ হাকিমের নাম উল্লেখ কথা হয়নি। আর সম্ভাব্য মেয়র হিসেবে যে বাবুলের নাম নিয়ে কোনও কোনও মহলে জল্পনা তৈরি করা হয়েছিল, সেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নামও নেই সেখানে। তৃণমূল মহাসচিব জানিয়েছেন, ফল প্রকাশের পরে জন প্রতিনিধিরা আলোচনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফলে ২০০০, ২০১০, ২০১৫-তে তৃণমূল যে মেয়রের মুখ নিয়ে নির্বাচনে লড়াই করেছিল, এবার তা হল না।

অনুপম হাজরার কটাক্ষ

অনুপম হাজরার কটাক্ষ

এদিন এবিষয়টিকেই কটাক্ষ করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি কটাক্ষ করে বলেছেন, প্লেইং ১১-তে খেলতে চাওয়া ছেলেটা আরও মাঠের বাইরে। ভাবলাম রাজ্যসভায় পাঠাবে, হল না। ভাবলাম উপনির্বাচনে টিকিট দিয়ে মন্ত্রী বানাবে, টিকিট দিল না। ভাবলাম কর্পোরেশনর নির্বাচনে টিকিট দিয়ে মেয়র বানাবে, সেটাও করল না, তারমানে এক্কেবারে তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট।

আগেও খোঁচা দিয়েছিলেন অনুপম

আগেও খোঁচা দিয়েছিলেন অনুপম

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরোকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় টিকিট দেওয়া পরে অনুপম হাজরা কটাক্ষ করে বলেছিলেন, গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠালো, অথচ 'Playing 11'-এ খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখলো!!! ভারি অন্যায়!!! তীব্র প্রতিবাদ জানাই!!! ( বানান ও পোস্ট অপরিবর্তিত)। এব্যাপারে বাবুল নিজের অবস্থান প্রসঙ্গে বলেছিলেন, , যিনি দুবার লোকসভায় বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি কেন রাজ্যসভায় যাবেন? সেটা বোঝার বুদ্ধি অনুপম হাজরার নেই।

যত দোষ লুকিয়ে বাবুলের মন্তব্যেই

যত দোষ লুকিয়ে বাবুলের মন্তব্যেই

১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েনের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। পাশাপাশি বলেছিলেন, তিনি প্লেয়িং ইলেভেনে থাকতে চান। খেলার সুযোগ না পেয়ে তিনি বিজেপি ছাড়ছেন বলে জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছিলেন, তৃণমূল তাঁকে প্লেয়িং ইলেভেনে সুযোগ করে দিয়েছে।

English summary
Criticising his position in playing 11 of TMC, Anupam Hazra criticises Babul Suproyo for not getting TMC ticket in KMC election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X