একাধিক অভিযোগের জের, কলকাতা পুরসভার কমিশনার বদল!
কলকাতা পুরনিগমের কমিশনার পদ থেকে আজ সরানো হল খলিল আহমেদকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে। একটি বিজ্ঞপ্তি জারি করে আজ নবান্নের তরফে একথা জানানো হয়। গত ছ'বছর ধরে পৌর কমিশনার পদে কাজ করছিলেন খলিল আহমেদ। তাঁর বিরুদ্ধে উঠছিল একাধিক অভিযোগ। তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না প্রশাসনও। তাই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনোদ কুমারকে খলিল আহমেদের জায়গায় পুরনিগমের কমিশনার পদে বসানো হল। বিনোদ কুমার বর্তমানে এমএ ও এমই বিভাগে সেক্রেটারি পদে নিযুক্ত। পাশাপাশি তাঁকে কলকাতা পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল বলে চিঠিতে জানানো হয়। এবার থেকে মিউনিসিপাল ফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সচিব হিসেবে কাজ করবেন খালিল আহমিদ।
আম্ফান তাণ্ডবে স্তম্ভিত বিশ্ব, বাংলাকে সাহায্য করতে ৫ লক্ষ ইউরো দেওয়ার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের
কয়েক সপ্তাহ আগেই কলকাতা পুরনিগমের প্রথম প্রশাসক বোর্ডের বৈঠক হয়। ওই বৈঠকে পৌরনিগমের কমিশনার খলিল আহমেদকে প্রশাসক বোর্ডের বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। পাশাপাশি প্রশাসক বোর্ডের কনভেনার পদে খলিল আহমেদ থাকবেন বলেও জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।