For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ালপুলের নক্সায় ভুল ছিল, রাজ্যের বিপুল খরচ হয়েছিল তাই কাজ থামানো যায়নি, বিস্ফোরক মন্তব্য সুদীপের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ এপ্রিল : বিবেকানন্দ সেতুর বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। কিন্তু শুক্রবার উড়ালপুল বিপর্যয় নিয়ে যা বললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তা সত্যিই বিস্ফোরক এবং সত্যিই হতচকিত করার মতো।

ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর ভয়াবহ দৃশ্য একনজরে

এদিন সুদীপবাবু জানান, উড়ালপুলটি বাম জমানার। এই উড়ালপুল নিয়ে শুরু থেকেই স্থানীয় বাসিন্দাদের আপত্তি ছিল। কাজে অনেক ভুল ছিল। জনপ্রতিনিধি হিসাবে রাজ্য সরকারের কাছে সে বার্তা পৌছিয়েও দিয়েছিলাম। কিন্তু ততদিনে অনেকটা কাজ হয়ে গিয়েছিল। প্রায় ৫০-৬০ শতাংশ মতো। এতটা কাজ হয়ে গেলে রাজ্য সরকারের কত বিপুল খরচ হয় জানেন? এতটা কাজ হয়ে যাওয়ার পর এবং এত বিপুল টাকা রাজ্যের খরচ হয়ে যাওয়ার কারণে উড়ালপুলের কাজ বন্ধ করা যায়নি।

উড়ালপুলের নক্সায় ভুল ছিল,৫০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল, রাজ্যের অনেক টাকা খরচ হয়েছিল তাই কাজ থামানো যায়নি

সুদীপবাবু বলেন, উড়ালপুলের নক্সায় প্রভূত ভূল ছিল। তাই নক্সা রিমডেলিংয়ের প্রস্তাব জানিয়েছিলাম। কিন্তু ৫০ শতাংশ কাজ হয়ে যাওয়ায় রাজ্য সরকারের বিপুল অর্থ খরচ হয়ে গিয়েছিল। কাজও এতটাই এগিয়ে গিয়েছিল যে পিছিয়ে আসা যায়নি।

শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীতিমতো মেজাজ হারাতে দেখা গেল সুদীপবাবুকে। শুধু তাই নয়, বাম আমলের উড়ালপুল তত্ত্ব টেনে এনে বাম জমানায় কোন কোন দুর্ঘটনায় কতজন মানুষ মারা গিয়েছিল, সে পরিসংখ্যানও সাংবাদিকদের সামনে তুলে ধরেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বিবেকানন্দ সেতু বিপর্যয়ের লাইভ আপডেট দেখুন এখানে ক্লিক করে

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল সরকার। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, বারবার সংস্থার কাছে উড়ালপুলের নক্সা চাওয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তাছাড়া সুদীপবাবুর মন্তব্যে স্পষ্ট রাজ্য সরকার আগে থেকেই জানত উড়ালপুলের ত্রুটি সম্পর্কে। তবুও ভোটের কথা মাথায় রেখে ত্রুটি জানা সত্ত্বেও তড়িঘড়ি উড়ালপুলের কাজ শেষ করার চেষ্টা করা হয়েছিল।

নক্সায়-কাজে ত্রুটি রয়েছে জানা সত্ত্বেও শুধু ৫০ শতাংশ কাজ হয়ে গিয়েছে বলে বা রাজ্য সরকারের বিপুল অর্থ খরচ হয়ে গিয়েছে বলে এতগুলি মানুষকে জেনেবুঝে মৃত্যুমুখে ঠেলে দেওয়া শুধু মাত্র ভোটের জন্য? এ প্রশ্ন তো রয়েই যাচ্ছে।

এদিকে এদিন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মৃত্যু নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন। এটা ঠিক নয়। সুদীপদা কী বলেছেন আমি জানি না, হয়তো উনি পুরনো সরকারকে জানিয়েছিলেন। টেন্ডার বাতিল করা হলে আপনারাই প্রশ্ন তুলতেন। বিনা ত্রুটিতে টেন্ডার বাতিল করা যায় না। ত্রুটি ছাড়া টেন্ডার বাতিল করলে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হতো।"

English summary
Kolkata mishap : TMC MP Sudip Bandopadhya made a shocking statment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X