For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের নামে সমন জারি আদালতের, ‘ভাতিজা’-কটাক্ষে অভিষেক আইনি পদক্ষেপ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নামে সমন জারি করল নগর দায়রা আদালত। বুধবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছ কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালতের এই নির্দেশের ফলে চাপে পড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

অমিত শাহের নামে সমন জারি আদালতের, ‘ভাতিজা’-কটাক্ষে অভিষেক আইনি পদক্ষেপ

কলকাতার নগর দায়রা আদালতে বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মানহনির মামলা করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, ১১ আগস্ট মেয়ো রোডের সভায় অমিত শাহ তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছিলেন। অমিত শাহ মন্তব্য করেছিলেন, রাজ্যের উন্নয়নে কেন্দ্রের দেয় সাড়ে তিন লক্ষাধিক টাকা গায়েব করেছেন 'ভাতিজা'। এই অভিযোগ সর্বেব মিথ্যা বলে আদালতে নালিশ করেন অভিষেক।

[আরও পড়ুন: তৃণমূলের পুর-বোর্ড ভেঙে দেওয়া হল, চরম 'হুঁশিয়ারি' পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের][আরও পড়ুন: তৃণমূলের পুর-বোর্ড ভেঙে দেওয়া হল, চরম 'হুঁশিয়ারি' পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের]

অমিত শাহ আরও বলেছিলেন, দুর্নীতির সিন্ডিকেট চলছে বাংলায়। সারদা, নারদা, রোজভ্যালি, কয়লা মাফিয়ার সিন্ডিকেট চলছে। অমিত শাহের এইসব মন্তব্যের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন অভিষেক। তৃণমূল তরফে বলা হয়, এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তা না হলে আইনি পদক্ষেপ করা হবে। সেইমতো অমিত শাহ ক্ষমা না চাওয়ায় আইনি পদক্ষেপ করা হয়। অমিত শাহের এই মিথ্যা অভিযোগ তাঁর মানহানি হয়েছে বলে মামলা দায়ের করেন অভিষেক।

[আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী! 'সমাধান' করে দিলেন খোদ তৃণমূল সাংসদই][আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী! 'সমাধান' করে দিলেন খোদ তৃণমূল সাংসদই]

সেই মামলাতেই অমিত শাহের নামে সমন জারি করে আদালত। উল্লেখ্য, মঙ্গলবারই অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তিনি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলেন, মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু বদনামি সহ্য করব না। তারপরই আদালতে অমিত শাহের নামে সমন জারি করা যথেষ্ট তাৎপর্যপূর্ণও বটে। এখন দেখার অমিত শাহ বা বিজেপির তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।

[আরও পড়ুন: সংরক্ষণের গেরোয় 'বাদ' পুরপ্রধানরা! এবার ভোটে বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস][আরও পড়ুন: সংরক্ষণের গেরোয় 'বাদ' পুরপ্রধানরা! এবার ভোটে বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস]

English summary
Kolkata metropolitan Magistrate issues Summon against Amit Shah. Court orders to be present him against Abhishek Banerjee’s suit,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X