For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোলে কেমন সূচি মেনে চলবে মেট্রো, কতগুলি ট্রেন বাতিল জানুন

দোলযাত্রা ও হোলির জন্য বৃহস্পতি ও শুক্রবার মেট্রো দেরিতে চলবে। এই দুদিন দুপুর ২টো ৩০মিনিট থেকে চলবে মেট্রো। কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের দিকে একই সময় মেট্রো পরিষেবা চালু হবে৷

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

দোলযাত্রা ও হোলির জন্য বৃহস্পতি ও শুক্রবার মেট্রো দেরিতে চলবে। এই দুদিন দুপুর ২টো ৩০মিনিট থেকে চলবে মেট্রো। কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের দিকে একই সময় মেট্রো পরিষেবা চালু হবে৷ দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৫৫ মিনিটে।

দোলে কেমন সূচি মেনে চলবে মেট্রো, কতগুলি ট্রেন বাতিল জানুন

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিষেবা দেরিতে শুরু হলেও অবশ্য শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে। স্বাভাবিকভাবেই দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও উৎসবের দিনে বেশি থাকবে। আপ-ডাউন মিলিয়ে মোট ৬২টি ট্রেন চালানো হবে। বর্তমানে আপ-ডাউন মিলিয়ে সাধারণ কাজের দিনে ৩০০টি ট্রেন চালানো হয়।

এমনি দিনে শনিবার ২২৪টি মেট্রো চলে। আর রবিবার চালানো হয় ১১০টি মেট্রো। ছুটির দিনে মেট্রোয় সাধারণত রবিবারের সূচি অনুযায়ী ট্রেন চালানো হয়। তাহলে দোলের দিন আরও কম ট্রেন চালানো হচ্ছে কেন? এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোলে খুব বেশি মানুষ রাস্তায় বের হন না। বিশেষত সকালের দিকে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, দোলের দিন মেট্রোয় তেমন ভিড় হয়নি। গোটা বিষয়টি পর্যালোচনা করে ট্রেনের সূচি ও সংখ্যা স্থির করা হয়েছে।

English summary
Kolkata Metro rail delays in train timing during Holi, Know the time table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X