For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার স্টেশনেই টয়লেট! ঠাকুর দেখা আরও সহজ করতে এবছর মেট্রোয় থাকছে নানা সুবিধা

ঠাকুর দেখা আরও সহজ করতে অভিনব ব্যবস্থা করল মেট্রো রেল। পুজোর আগেই মেট্রো স্টেশনের ভিতরে খুলে দেওয়া হবে পাবলিক টয়লেট৷

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ঠাকুর দেখা আরও সহজ করতে অভিনব ব্যবস্থা করল মেট্রো রেল। পুজোর আগেই মেট্রো স্টেশনের ভিতরে খুলে দেওয়া হবে পাবলিক টয়লেট৷ শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে তৈরি করা হচ্ছে প্রথম পাবলিক টয়লেট৷ পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা৷ এছাড়াও দমদম, বেলগাছিয়া এবং শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনেগুলিতেও পাবলিক টয়লেটের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে৷

ঠাকুর দেখা আরও সহজ করতে এবছর মেট্রোয় থাকছে নানা সুবিধা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় হাজির। বাতাসে শিউলি, ছাতিম ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। তবে অনেকেই এখনও রয়েছেন যাঁরা কেনাকাটা শেষ করে উঠতে পারেনি। তাই পুজোর আগে নিত্য অফিস যাত্রীদের সঙ্গে কলকাতায় ভিড় জমাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেনাকাটা করতে আসা মানুষও। ভিড়ের চাপ বাদ যাচ্ছে না সপ্তাহের শেষে শনি ও রবিবারও। সেকথা মাথায় রেখে সপ্তাহের শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল।

শনিবার আপ-ডাউন মিলিয়ে ২৮৪টি এবং রবিবার ১৭৪টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে। সাধারণত অন্যান্য বার পুজোর মরসুমে সপ্তাহান্তে যে সংখ্যক ট্রেন চালানো হয় তার তুলনায় এবার বেশি চালাবেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে দু'দিন মিলিয়ে মোট ১৩৪টি অতিরিক্ত মেট্রো চলবে।

প্রতিবছরই দুর্গাপুজোর সময় রেলের সংখ্যা বাড়ানো বা সারা রাত রেল চালানোর সিদ্ধান্ত বেশ কয়েক বছর ধরেই নিয়ে আসছেন মেট্রো কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হল না। পুজোর কেনাকাটায় এমন সুবিধার কথা জানিয়ে বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, চতুর্থীতে আপে ডাউনে ২৮৪ টি মেট্রো চলবে।
পঞ্চমীতে ২৫০টি এবং ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত দিনে ৩০০টি মেট্রো চলবে। এছাড়াও পুজোর সময় রাস্তায় বেরিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন৷ তাই তাদের চিকিৎসায় ৫টি স্টেশনে চিকিতসকের ব্যবস্থা থাকবে৷ শোভাবাজার, কালীঘাট, এম জি রোডে থাকছে অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার৷

তবে এবারে চলবে না মেট্রোর নয়া রেক৷ আরডিএসও থেকে মেলেনি ৪টি নয়া রেক চালানোর অনুমতি৷ যান্ত্রিক ত্রুটি ঠেকাতে সব স্টেশনে বসানো হচ্ছে টুলবক্স৷ প্রতি মেট্রোতেই থাকবেন রক্ষণাবেক্ষণের কর্মীরা। বেশ কয়েকদিন আগেই বসানো শুরু হয়েছে মেট্রোর নয়া রেক৷ যা নিয়ে প্রতিদিনই ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা৷ কিন্তু পুজোতে যাতে মেট্রোযাত্রীরা কোনও সমস্যায় না পড়েন, সেই কারণে তা না বসানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ৷

এছাড়া পুজোর সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে অবসরপ্রাপ্ত কর্মীদেরও নিয়োগ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ৷ স্লাইডিং দরজার সমস্যা কিংবা অন্যান্য যান্ত্রিক ত্রুটির বিষয়গুলি তাঁরাই দেখভাল করবেন৷ পুজোয় প্রতিবারই চাপ বাড়ে মেট্রো রেলে। সেকথা মাথায় রেখেই আগেভাগে প্রস্তুতি সেরে নিল মেট্রো কর্তৃপক্ষ।

English summary
Kolkata Metro Rail built public toilets in stations on the eve of Durga Puja 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X