For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রো স্টেশনে টিকিটের লাইনে দাঁড়ানোর দিন শেষ! আসছে মোবাইল নির্ভর নয়া পরিষেবা

অফিস ফেরত মেট্রো স্টেশনের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ধৈর্য অনেকেরই থাকে না! তবে লম্বা লাইনে ক্লান্ত হয়ে টিকিট কাটা একটি অত্যন্ত কঠিন বিষয় অনেকের কাছেই।

  • |
Google Oneindia Bengali News

অফিস ফেরত মেট্রো স্টেশনের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ধৈর্য অনেকেরই থাকে না! তবে লম্বা লাইনে ক্লান্ত হয়ে টিকিট কাটা একটি অত্যন্ত কঠিন বিষয় অনেকের কাছেই। যাত্রীদের সুবিধার্থে এবার সেই সমস্যারই সমাধান করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে চালু হতে চলেছে মোবাইল নির্ভর ই-টিকিটিং পরিষেবা।

মেট্রো স্টেশনে টিকিটের লাইনে দাঁড়ানোর দিন শেষ! আসছে মোবাইল নির্ভর নয়া পরিষেবা

আর ৩ থেকে ৪ মাসের অপেক্ষা , তারপরই মোবাইল নির্ভর পরিষেবার দৌলতে ই- টিকিট কাটতে পারবেন মেট্রো যাত্রীরা। এবিষয়ে বিভিন্ন ব্য়াঙ্কের সঙ্গে কথা বলছে মেট্রো কর্তৃপক্ষ। সেখান থেকে ই-ওয়ালেট তৈরি করে দিলে যাত্রীরা সহজে স্মার্ট কার্ড রিচার্জ করেই টিকিট কাটতে পারবে । এজন্য তৈরি হচ্ছে ইউযুক্ত সফটওয়্যার । সিআরআইএস এজন্য তৈরি করছে নয়া প্রযুক্তি। গোটা বিষয়টি বাস্তাবায়িত করতে খরচ প্রায় দেড় কোটি টাকা।

জানা গিয়েছে, একটি টিকিট কাটা হলে, তারপর তার কিউ আর কোড তৈরি হবে। যা মেট্রোর স্মার্ট গেট-রে সামনে ফ্ল্যাশ করতে হবে। টিকিট কাটার জন্য ই-ওয়ালেট তৈরি হবে। যার মাধ্যমেই টিকিট চাকা সম্ভব হবে। উল্লেখ্য, মেট্রোর লাইনের ভিড় এড়াতে এই ব্যবস্থার পরিকল্পনা বহুদিন ধরেই করে আসছিল রেল কর্তৃপক্ষ। আর মাত্র কয়েক মাসের অপেক্ষআর পরই তা বাস্তবায়িত হতে চলেছে।

English summary
Metro plans e-tickets to reduce commuters' queue torment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X