For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রো অগ্নিকাণ্ডে পিজি-তে ভর্তি অসুস্থরা, ময়দান স্টেশনে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার

অন্তত ৬ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পার্কস্ট্রিটের মেট্রো স্টেশন ছাড়িয়ে দমদমমুখো হতে ট্রেন ছাড়তেই চালকের পিছনে ইঞ্জিনের পরের কামরাতে লেগে যায় আগুন। এসি মেট্রোর ভিতরের অংশ ঢেকে যায় ধোঁয়ায়। সেই অবস্থাতেই দৌঁড়তে শুরু করে মেট্রো। ভিতরে তখন আতঙ্কিত যাত্রীরা। এই অবস্থায় ময়দান স্টেশনে ঢোকার কিছুটা দূরে থেমে যায় মেট্রো।

মেট্রো অগ্নিকাণ্ডে পিজি-তে ভর্তি অসুস্থরা, ময়দান স্টেশনে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার

তারপরে যাত্রীরা বারবার হেল্পলাইনে ফোন করে, পুলিশে যোগাযোগ করেও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। পরে কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। লাইনের ওপর থেকেই হেঁটে বেরিয়ে আসেন সকলে। এর ফলে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

জানা গিয়েছে, এদের মধ্যে অন্তত ৬ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রথমে সাড়া না পাওয়া গেলেও পরে দমকলমন্ত্রী সুজিত বসু ও উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। এছাড়াও পুলিশ কমিশনার রাজীব কুমারও ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন।

[আরও পড়ুন:পাতালে আতঙ্ক! ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১, ব্যাপক ক্ষোভ যাত্রীদের ][আরও পড়ুন:পাতালে আতঙ্ক! ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১, ব্যাপক ক্ষোভ যাত্রীদের ]

মেট্রোর ভিতরে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, এদিন আগুন লাগার পরে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করে কোনও সাহায্য মেলেনি। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের উদ্ধারের কোনও চেষ্টা করেননি। বহু সময় ভিতরে আটতে থাকতে হয়েছে। কেউ কেউ বলছেন, অন্তত আধ ঘণ্টা ভিতরে অন্ধকারের মধ্যে যাত্রীরা আটকে ছিলেন। পরে বের হতে গিয়ে ভাঙা কাঁচের টুকরো হাতে-শরীরে লেগে অনেকের রক্তপাত হয়েছে।

[আরও পড়ুন: কামরা জুড়ে কালো ধোঁয়া, আর্ত চিৎকার, ভাঙা হল মেট্রোরেলের কাঁচের জানালা][আরও পড়ুন: কামরা জুড়ে কালো ধোঁয়া, আর্ত চিৎকার, ভাঙা হল মেট্রোরেলের কাঁচের জানালা]

[আরও পডু়ন:গয়ংগচ্ছ ভাব মেট্রো কর্তৃপক্ষের! এই ভোগান্তি আর কতদিন ][আরও পডু়ন:গয়ংগচ্ছ ভাব মেট্রো কর্তৃপক্ষের! এই ভোগান্তি আর কতদিন ]

English summary
Kolkata Metro Fire : Minister Sujit Basu reaches Maidan station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X