For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kolkata Medical College: ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তাল মেডিকেল কলেজ, বিক্ষোভ পাল্টা বিক্ষোভে ব্যহত পরিষেবা

Kolkata Medical College: ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তাল মেডিকেল কলেজ, বিক্ষোভ পাল্টা বিক্ষোভে ব্যহত পরিষেবা

Google Oneindia Bengali News

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। রাতভর ঘেরাএ করে রাখা হয়েছে কলকাতা হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং বিভাগীয় প্রধানদের। ৭ বছর পর ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্ররা। পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন নার্সিং স্টাফরা। বিক্ষোভ পাল্টা বিক্ষোভের জেরে ব্যহত রোগী পরিষেবা।

উত্তাল মেডিকেল কলেজ

উত্তাল মেডিকেল কলেজ

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে হাসপাতালের অধ্যক্ষ, এবং বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখা হয়েছে। গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ৭ বছরের ছাত্র সংসদের নির্বাচন দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করা হয়েছে। পাল্টা বিক্ষোভে দেখাতে শুরু করেছেন নার্সিং স্টাফরা। তাঁদের দাবি হাসপাতালের নার্সিং হেডকে অবিলম্বে ঘেরাও মুক্ত করতে হবে।

ধুন্ধুমার পরিস্থিতি

ধুন্ধুমার পরিস্থিতি

ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মিডিকেল কলেজ হাসপাতাল। রোগী পরিষেবা চূড়ান্ত ভাবে ব্যহত হতে শুরু করেছে। কোলাপসেপল গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের দাবি কোনও চিকিৎসা পরিষেবা ব্যহত হয়নি। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা সকলেই ডাক্তারি পড়ুয়া তাঁরা ছাত্র। ডাক্তাররা ওয়ার্ডে চিকিৎসা চালাচ্ছে। কাজেই কোনও পরিষেবা ব্যহত হয়নি। এই নিয়ে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিবারের লোকেরা।

রোগীদের বিক্ষোভ

রোগীদের বিক্ষোভ

পরিষেবা না পেয়ে সকাল থেকে হয়রানির শিকার কলকাতা মেডিকেল কলেজের রোগীরা। তাঁদের অভিযোগ কোনও বিভাগেই তাঁরা চিকিৎসা পাচ্ছেন না। দূর দূরান্ত থেকে অসংখ্য রোগী এসেছেন তাঁরা বিভিন্ন ওয়ার্ডে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেক মুমুর্ষু রোগী হাসপাতালে ভিড় করেন প্রতিদিন। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ তাঁরা বিভাগীয় প্রধানদের আটকে রেখেছে। এদিকে এই বিক্ষোভের জেরে হাসপাতালের একাধিক পরীক্ষাগারে পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরাও কাজ করছে না। কেন্দ্রীয় ল্যাবরেটারি বন্ধ করার কোনও নির্দেশ ছিল না। তারপরেই তাদের সেন্ট্রাল ল্যাব বন্ধ রাখা হয়েছে।

পরিষেবা পাচ্ছেন না রোগীরা

পরিষেবা পাচ্ছেন না রোগীরা

এই নিেয় তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হাসপাতালে। একদিকে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ। তাদের পাল্টা বিক্ষোভ নার্সিং স্টাফদের। অন্যদিকে পরিষেবা না পেয়ে আবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রোগীর পরিবারের লোকেরা। তাঁরা একাধিক বিভাগের সামনে চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। মুমুর্ষু রোগীরাও চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

TMC: মমতার রাজস্থান সফরের আগেই গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলের জাতীয় মুখপাত্রTMC: মমতার রাজস্থান সফরের আগেই গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলের জাতীয় মুখপাত্র

English summary
Agitation in Kolkata Medical collage Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X